Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, October 28, 2014

প্রেম নয়, রণভীর সিংকে নিজের স্বার্থে ব্যবহার করছেন দীপিকা?

বিনোদন ডেস্ক : দীপিকা পাডুকোন এবং রণভীর সিংয়ের
ডুবে ডুবে জল খাওয়ার ব্যাপারটি এখন সবাই জানে।
তবে রণবীরের সাথে প্রেমের সম্পর্ক
নিয়ে দীপিকা যতটা খোলামেলা ছিলেন ঠিক তততা রণভীরের
বেলায় নন। কিন্তু কেন? প্রেম তো করছেন বলেই গুঞ্জন
চারিদিকে, তবে কেন নিজ মুখে তা স্বীকার
করতে দেখা যায়নি দীপিকাকে?
তবে একটু ভেবে দেখলে আপনি নিজেই
উত্তরটি পেয়ে যাবেন। আর তা হল, একজন সফল তারকার
জন্য প্রেমের সম্পর্কটি মিডিয়ার সামনে স্বীকার
করে নেয়া অনেকটা হুমকির মতনই বিবেচনা করা হয়।
কেননা তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি বরাবরই
মিডিয়ার নোংরা রূপটি দেখে এসেছেন এইসব তারকা।
তবে এসবই কিন্তু আপনি মনে করছেন। এক্ষেত্রে দীপিকার
যুক্তিটি আসলে কী হতে পারে?
এবার আসা যাক আসল কথায়। সম্প্রতি দীপিকা রণভীরের
সাথে প্রেমের সম্পর্কের ব্যাপারে চুপ থাকা নিয়ে মুখ
খুললেন। দীপিকা জানালেন, তিনি এখনো নিজেকে একা বলেই
দাবি করবেন! কেননা রণভীরের সাথে তার প্রেমের
সম্পর্কটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর এমন
সম্পর্ককে আসলে সবার সামনে জাহির করার মত সময়
এখনো আসেনি। এখন প্রশ্ন আসতেই পারে, তবে কি রণবীর
কাপুরকে দেখাবার জন্যই এত আয়োজন করে প্রেম? আর
সে কাজে রণভীরকে ব্যবহার করছেন তিনি?
যাই হোক, দীপিকার এমন মন্তব্য থেকে খুব স্পষ্ট যে এই
অভিনেত্রী খুব বুঝে শুনেই পা ফেলছেন। কিন্তু
কাউকে এভাবে ভালোবাসা যায়? সতর্কতার
সাথে পা ফেলে কাউকে অন্তত প্রকৃতভাবে ভালোবাসা যায়
না। আর দীপিকা যদি তাই করে থাকেন তবে অনেক বড় ভুলই
করছেন।

No comments: