বিনোদন ডেস্ক : অ্যাভেঞ্জার্স। নাম শুনলেই
ভেসে আসে একগাদা সুপারহিরোর মুখ। এমন ছবির ট্রেলারেই
যেন অর্ধভোজন। বুঝে নেওয়া যায় কী কী ঘটতে যাচ্ছে,
ভিলেনটাই বা কেমন আর নায়কেরাই বা কতটুকু অসহায়
হতে যাচ্ছে। আর এমনটাই জানা গেল অ্যাভেঞ্জার্স: দ্য
এইজ অব আলট্রন ছবির ট্রেলারে।
হলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল কিছু ছবির
মধ্যে আছে অ্যাভেঞ্জার্স-এর নাম। এ ছবির দ্বিতীয়
কিস্তি মুক্তি পাবে আগামী বছর মে মাসে।
সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিরিজের নতুন ছবির ট্রেলার।
যাতে বাংলাদেশকেও দেখা গেছে এক ঝলক! এর পর থেকেই
চারদিকে ছড়িয়ে গেছে বাংলাদেশে অ্যাভেঞ্জার্স ছবির
শুটিং হওয়ার গুঞ্জনটি।
তাই এবার বাংলাদেশের দর্শকদের জন্য এ ছবির আবেদন
অন্যরকম। কারণ এ ছবির কয়েক দৃশ্য ধারণ
করা হয়েছে বাংলাদেশে! এমনই তথ্য দিচ্ছে আইএমডিবিসহ
কয়েকটি সংবাদ মাধ্যম। কিন্তু ঠিক কোথায় কোথায়
শুটিং করা হয়েছিল তা জানা যায়নি। ছবির মুক্তির পরই
হয়তো আচমকা দেখা যাবে দক্ষিণের কোনও শহর
কিংবা শাপলা চত্বর! থাকতে পারে কক্সবাজার
সমুদ্রসৈকতের পাড় বা সবুজ পাহাড়ের ধার!
নায়ক-নায়িকারা সবাই পূর্বপরিচিত- ব্ল্যাক উইডো, কুইক
সিলভার, আয়রন ম্যান, থর, ক্যাপ্টেন আমেরিকা, হকি,
হাল্ক, ভিশন; কে নেই! নতুন ভিলেন হিসেবে আবির্ভাব
ঘটতে যাচ্ছে আলট্রনদের। নতুন এ
পর্বে দেখা যাবে টনি স্টার্ক ওরফে আয়রন ম্যান
হাতে নিয়েছে এক শান্তির মিশন। আর
তখুনি বাগড়া বাধাতে উড়ে এসে জুড়ে বসে আলট্রনরা। শুরু
হয় এক গ্লোবাল অ্যাডভেঞ্চার।
সত্যিই
কি বাংলাদেশে হয়েছে অ্যাভেঞ্জার্স:
এজ অব আলট্রন ছবির শুটিং?
—এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই। এ
প্রশ্নের জবাব হলো, হ্যাঁ। বাংলাদেশেই হয়েছে এ ছবির কিছু
অংশের শুটিং। অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন ছবির
আইএমডিবি পেজে গেলেই এ বিষয়ের সত্যতা জানা যাবে।
জানা গেছে, চট্টগ্রামের ভাটিয়ারির শিপইয়ার্ডে গতবছর
অ্যাভেঞ্জার্স ছবির শুটিং হয়।
সে সময় গোপনীয়তা রক্ষার জন্য অন্য এক নামে মার্ভেল
এন্টারটেইনমেন্ট ছবির শুটিং করে যায় বাংলাদেশে। ছবির
সঙ্গে সংশ্লিষ্ট কেও কেও নাকি বলছে , ‘নন ডিসক্লোজার
অ্যাগ্রিমেন্ট’-এর কারণে কেউই এ বিষয়ে এখন মুখ
খুলতে পারবেন না।
২০১৫ সালে মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন।
ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভানস,
ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, স্যামুয়েল এল
জ্যাকসন, মার্ক র্যাফেলো, জেরেমি রেনার, এলিজাবেথ
অলসন, কোবি স্মুলডার্স ও অ্যারন টেইলর জনসন।
ছবির ট্রেলার:
ভেসে আসে একগাদা সুপারহিরোর মুখ। এমন ছবির ট্রেলারেই
যেন অর্ধভোজন। বুঝে নেওয়া যায় কী কী ঘটতে যাচ্ছে,
ভিলেনটাই বা কেমন আর নায়কেরাই বা কতটুকু অসহায়
হতে যাচ্ছে। আর এমনটাই জানা গেল অ্যাভেঞ্জার্স: দ্য
এইজ অব আলট্রন ছবির ট্রেলারে।
হলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল কিছু ছবির
মধ্যে আছে অ্যাভেঞ্জার্স-এর নাম। এ ছবির দ্বিতীয়
কিস্তি মুক্তি পাবে আগামী বছর মে মাসে।
সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিরিজের নতুন ছবির ট্রেলার।
যাতে বাংলাদেশকেও দেখা গেছে এক ঝলক! এর পর থেকেই
চারদিকে ছড়িয়ে গেছে বাংলাদেশে অ্যাভেঞ্জার্স ছবির
শুটিং হওয়ার গুঞ্জনটি।
তাই এবার বাংলাদেশের দর্শকদের জন্য এ ছবির আবেদন
অন্যরকম। কারণ এ ছবির কয়েক দৃশ্য ধারণ
করা হয়েছে বাংলাদেশে! এমনই তথ্য দিচ্ছে আইএমডিবিসহ
কয়েকটি সংবাদ মাধ্যম। কিন্তু ঠিক কোথায় কোথায়
শুটিং করা হয়েছিল তা জানা যায়নি। ছবির মুক্তির পরই
হয়তো আচমকা দেখা যাবে দক্ষিণের কোনও শহর
কিংবা শাপলা চত্বর! থাকতে পারে কক্সবাজার
সমুদ্রসৈকতের পাড় বা সবুজ পাহাড়ের ধার!
নায়ক-নায়িকারা সবাই পূর্বপরিচিত- ব্ল্যাক উইডো, কুইক
সিলভার, আয়রন ম্যান, থর, ক্যাপ্টেন আমেরিকা, হকি,
হাল্ক, ভিশন; কে নেই! নতুন ভিলেন হিসেবে আবির্ভাব
ঘটতে যাচ্ছে আলট্রনদের। নতুন এ
পর্বে দেখা যাবে টনি স্টার্ক ওরফে আয়রন ম্যান
হাতে নিয়েছে এক শান্তির মিশন। আর
তখুনি বাগড়া বাধাতে উড়ে এসে জুড়ে বসে আলট্রনরা। শুরু
হয় এক গ্লোবাল অ্যাডভেঞ্চার।
সত্যিই
কি বাংলাদেশে হয়েছে অ্যাভেঞ্জার্স:
এজ অব আলট্রন ছবির শুটিং?
—এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই। এ
প্রশ্নের জবাব হলো, হ্যাঁ। বাংলাদেশেই হয়েছে এ ছবির কিছু
অংশের শুটিং। অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন ছবির
আইএমডিবি পেজে গেলেই এ বিষয়ের সত্যতা জানা যাবে।
জানা গেছে, চট্টগ্রামের ভাটিয়ারির শিপইয়ার্ডে গতবছর
অ্যাভেঞ্জার্স ছবির শুটিং হয়।
সে সময় গোপনীয়তা রক্ষার জন্য অন্য এক নামে মার্ভেল
এন্টারটেইনমেন্ট ছবির শুটিং করে যায় বাংলাদেশে। ছবির
সঙ্গে সংশ্লিষ্ট কেও কেও নাকি বলছে , ‘নন ডিসক্লোজার
অ্যাগ্রিমেন্ট’-এর কারণে কেউই এ বিষয়ে এখন মুখ
খুলতে পারবেন না।
২০১৫ সালে মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন।
ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভানস,
ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, স্যামুয়েল এল
জ্যাকসন, মার্ক র্যাফেলো, জেরেমি রেনার, এলিজাবেথ
অলসন, কোবি স্মুলডার্স ও অ্যারন টেইলর জনসন।
ছবির ট্রেলার:
No comments:
Post a Comment