Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, October 29, 2014

সারা দেশে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর ডাকা ৩ দিনের
হরতালে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাবের
পাশাপাশি রাজধানীসহ সারা দেশে বিজিবি মোতায়েন
করা হয়েছে।
হরতালে নাশকতামূলক
কর্মকাণ্ডে এড়াতে রাজধানীজুড়ে সতর্ক
অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে তৎপর
রয়েছে পুলিশ। বেশ কিছু চেকপোস্ট বসানো হয়েছে। এ
ছাড়া রয়েছে অতিরিক্ত টহল পুলিশ। সোয়াট বাহিনীর
পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা মাঠে রয়েছেন।
রাজধানীতে সক্রিয় রয়েছে র্যাবের একাধিক টিম। রাজধানীসহ
সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির সদর দফতর (মিডিয়া বিভাগ) থেকে বলা হয়েছে,
সারা দেশে আইনশৃঙ্খলা-পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য
বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগেও বিভিন্ন
ইস্যুতে আইনশৃঙ্খলা-
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে বিজিবি মোতায়েন
করা হয়েছিল।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের
আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র
করে আগামী বৃহস্পতিবার, রোববার ও সোমবার
সারা দেশে হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

No comments: