Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 23, 2014

লতিফকে গ্রেপ্তার না করলে এই মুহূর্তে ঢাকা ঘেরাও

ঢাকা: বিমানবন্দর থেকে লতিফ
সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে ঢাকা ঘেরাও
করার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। একই
দাবিতে কঠোর আন্দোলনের
হুমকি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত
বাংলাদেশ।
রোববার রাতে উভয় সংগঠনের পক্ষ থেকে দুই
মুখপাত্র এ ঘোষণা দেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাংবাদিকদের
ফোনে বলেছেন, ‘লতিফ সিদ্দিকীকে বিমান
বন্দর থেকে গ্রেপ্তার করা না হলে এই মুহূর্ত
থেকে ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’
আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশেল সদস্য
সচিব মুছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, ‘লতিফ
সিদ্দিকীকে ঢাকা বিমান বন্দর থেকে গ্রেপ্তার
করা না হলে দুর্বার আন্দোলন করা হবে।’
নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে এ
বিবৃতি দিয়েছেন তারা।

No comments: