Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 23, 2014

News

সৌদি আরবের রাজধানী রিয়াদে রবিবার স্থানীয়
সময় বিকেল ০৪:০০ টায় শুরু
হওয়া মুষলধারে বৃষ্টিতে রাস্তায় বিষম জলাবদ্ধতা ও
বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনার খবর পাওয়া গেছে।
এতে রিয়াদের অদূরে আল খারিজ সড়কে মারাত্মক
সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দুই জন নিহত হয়েছেন।
অতি বৃষ্টির ফলে পিছ ঢালা রাস্তায় গাড়ি নিয়ন্ত্রন
হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনার স্বিকার হন।
নিহতরা সৌদি নাগরিক বলে জানা গেছে।
এছাড়াও রিয়াদের প্রধান প্রধান
সড়কগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে কিছু সৌদি যুবককে বৃষ্টিতে ভিজে উল্লাস
করতে দেখা গেছে। রাস্তায় গাড়ি নিয়ে বের
হওয়া প্রবাসী বাংলাদেশীদের সাবধানে ও স্বল্প
গতিতে গাড়ি চালানোর আহবান করা যাচ্ছে।
উল্লেখ্য, আরবের দেশগুলোতে সাধারণত
বৃষ্টি খুব কমই লক্ষ করা যায়। সৌদি আরবে দীর্ঘদিন
অনাবৃষ্টির ফলে কিছু দিন আগে বৃষ্টির জন্য মহান
রাব্বুল আলামীনের নিকট দোয়া করা হয়েছিল।

No comments: