Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 23, 2014

কাঙ্খিত পুরুষের অপেক্ষায় ক্যাটরিনা !

বিনোদন ডেস্ক : এক সময় এশিয়ার
সেরা আবেদনময়ী নারী ছিলেন বিপাশা বসু।
এবার ম্যাক্সিম ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এক
সমীক্ষায় প্রথম স্থানটি দখল করে নিয়েছেন
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউড
কাঁপানো এই তারকা তার শরীরের
জাদুতে সারা দুনিয়ার অভিনেত্রী-মডেলদের
পিছনে ফেললেন।
এই সমীক্ষায় তিনি হারিয়ে দিয়েছেন হলিউডের
নায়িকা স্কারলেট জোহানসন এবং মডেল কেট
আপ্টনকে।
‘ম্যাক্সিম ইন্ডিয়া’-এর এডিটর ইন চিফ বিবেক পারেখ
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক
সাক্ষাৎকারে বলেছেন, পুরুষদের কাঙ্খিত
ক্যাটরিনা কাইফ প্রথম থেকে বরাবরই আমাদের
ম্যাগাজিনের ১০০ জন মোস্ট সেক্সিয়েস্ট
ওম্যানের তালিকার পাঁচ নাম্বারে ছিল। এ বছর ১০০
জনের সেই তালিকায় প্রথম নামটি তার। এটা ক্যাটরিনার
জন্য খুবই ভালো খবর।

No comments: