Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 23, 2014

জেনে নিন , সোমবারের রাশিফল

কর্মক্ষেত্রে প্রতিযোগীতা বেড়ে যাবে দ্রুততার
সঙ্গে। প্রেমের সম্পর্কে অবনতি ঘটবার সমূহ
সম্ভাবনা দেখা দিয়েছে। পরাজিত শক্তির
কাছে হবে আবারও পরাজয়। মনের
মধ্যে জমা অনেক ক্ষোভ আজ
ঝেড়ে ফেলার সুযোগ পাবেন।এর প্রভাব
এসে পড়বে পরিবারের লোকের ওপর। তাই
মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে।
দিনলিপি রেখে থাকলে তা কাজে আসবে গুরুত্বপূর্ণ
তথ্য মনে করিয়ে দিতে। অর্থময়
হতে পারে সন্ধ্যার শুরুটা।মাথার ওপর অনেক
কাজের চাপ এসে জুটে যেতে পারে। তাই
মেজাজটাও থাকবে খিটখিটে।
তুলা : পরিবর্তন আসি আসি করেও যখন
আসছে না তখন বুঝে নিবেন ঘাপলাটা আপনার
নিজের মধ্যে। আপনি দ্রুত সব গুছিয়ে ফেলুন
বিদেশ যাত্রার বন্দোবস্ত হয়ে গেছে।
পথে কাউকে চেনা চেনা মনে হতে পারে কিন্তু
নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে ডাক দিবেন না।
বৃশ্চিক: ধান্দাবাজী কখনোই আপনার পছন্দ নয়।
তাই কুচক্রী বন্ধুদের থেকে দূরে থাকুন।
দূরে থাকুন পানি থেকেও। দিনের
শেষভাগে পরিবর্তন লক্ষ্য করবে নিজ
শরীরের। আত্মীয় স্বজন আজ বেশ
পীড়া দিবে। ভ্রমণ শুভ।
ধনু : বিরক্ত হয়ে লাভ নেই এমন পরিস্থিতি আরও
কিছুদিন থাকবে। অদ্ভুত এক দেশের গল্প
শুনে আপনার আজ
সেইদিকে যেতে ইচ্ছে করবে। পড়াশুনা আজ
কচ্ছপের মতো এগুবে।
আপনাকে তোষামোদ করার লোকের অভাব
হবে না। যারাই
এমনটি করতে আসবে তাদেরকে কাছে ভিড়তে দিবেন
না। অর্থ আসি আসি করছে।
মকর : প্রিয় ফুল রঙ পাল্টে হয়ে যাবে ভুল। পরশু
যাকে কথা দিয়ে এসেছিলেন কিন্তু
কথা রাখতে পারেননি সে আজ আপনাকে ধরবে।
মুখের মিথ্যে বলার জোর আজ আর
কাজে দিবে না। বিশেষক্ষেত্রে সম্পর্ক
পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।
কুম্ভ : দিনের কাজ দিনের
মধ্যে সেরে ফেলুন নইলে পস্তাবেন।
আপনাকে কেউ পুতুলের
মতো সাজিয়ে রেখে আপনার ওপর অবিচার
করছে। আরেকটু সবুর করুন তারপর
মাঠে নেমে যান। সামনেই আপনার হাতে কিছু
অর্থ আসছে খরচ করে ফেলবেন না, অচিরেই
তা কাজে লেগে যাবে।
মীন : প্রতিবেশির রোষানলে পড়তে পারেন।
আপনাকে কেউ আজ ফুসলিয়ে কিছু আত্মসাৎ
করবে এমনটা বুকের পাটা কারো হয়নি। শিক্ষা ও
চিকিৎসায় আজ বেশ সুফল পাবেন। অর্থ
আসবে বানের জলে, তবে বান নেমে যাওয়ার
আগেই সঞ্চয়ে মন দিন।
মেষ : চূড়ান্ত পরিণতি পাবে মধ্যম মাত্রার কোন
মানসিক সমস্যা। আর সমস্যাগুলো এড়াতে পারেন
না বিধায় বারবার ভুল করেন। ব্যবসায় বিনিয়োগ
ঝুঁকিপূর্ণ। প্রেমকাতর মন নিয়ে যারা সারাক্ষণ থাকে,
প্রেম তাদের কাছে কমই ধরা দেয়।
বৃষ : মনের মধ্যে জমা অনেক ক্ষোভ আজ
ঝেড়ে ফেলার সুযোগ পাবেন।
কর্মক্ষেত্রে প্রতিযোগীতা বেড়ে যাবে দ্রুততার
সঙ্গে। প্রেমের সম্পর্কে অবনতি ঘটবার সমূহ
সম্ভাবনা দেখা দিয়েছে। পরাজিত শক্তির
কাছে হবে আবারও পরাজয়। অর্থময়
হতে পারে সন্ধ্যার শুরুটা।
মিথুন: মাথার ওপর অনেক কাজের চাপ
এসে জুটে যেতে পারে। তাই মেজাজটাও
থাকবে খিটখিটে। এর প্রভাব
এসে পড়বে পরিবারের লোকের ওপর। তাই
মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে।
দিনলিপি রেখে থাকলে তা কাজে আসবে গুরুত্বপূর্ণ
তথ্য মনে করিয়ে দিতে।
কর্কট : চূড়ান্ত অবসন্নতায় ভুগতে বাধ্য
করবে প্রকৃতি। অনেকে বলে থাকেন, প্রকৃতির
বিরুদ্ধে যেতে নেই। কিন্তু
আমি আপনাকে বলে দেয়া যাচ্ছে কানে মুখে,
মানুষ স্বয়ং প্রকৃতির অংশ। সুতরাং ‘প্রকৃতির বিরুদ্ধে’
বলে কিছু নেই।
সিংহ : অতিরিক্ত পরনির্ভরতা কমাতে হবে। ধর্মীয়
বিতর্কে কারও সঙ্গে জড়িয়ে যেতে পারেন,
যা অনুচিৎ হবে। রাজনৈতিক ভবিষ্যৎ
হালে পানি পেতে শুরু করবে। কারও মাথায় কাঁঠাল
ভেঙে খাওয়ার পরিকল্পনা করে থাকরে বাদ দিন।
প্রিয়জনের সঙ্গে শুভসন্ধ্যা বিনিময় বাড়িয়ে দিন
আজ হতে।
কন্যা : আলগা চুলে খোপা হয় না। তাই তার
চেষ্টা না করাই ভালো। অর্থাৎ
পরকে কাছে টেনে ঝামেলা বাড়ানোর
অভ্যাসটা ত্যাগ করুন। শারীরিক দুর্বলতা ও আর্থিক
ক্ষতি যোগ দেখা যাচ্ছে।
বাড়ি থেকে না বেরুলে টাকাও খরচ হবে না।
তবে বাড়িতে বসে থাকলে পারিবারিক খরচও
এড়ানো যাবে না।

No comments: