Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 23, 2014

উচ্চ শিক্ষাকে বিশ্বমানের করতে হবে

কক্সবাজার: বাংলাদেশকে বিশ্বের
দরবারে পৌঁছে দিতে হলে উচ্চ
শিক্ষাকে বিশ্বমানের
উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য
করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, ‘উচ্চ শিক্ষার পাশপাশি শিক্ষার গুণগত মানও
নিশ্চিত করতে হবে। তবেই আমাদের ছেলে-
মেয়েরা বিশ্বের উঁচু জায়গায় দাঁড়াতে পারবে।’
রোববার সন্ধ্যায় কক্সবাজার
সাংস্কৃতি কেন্দ্রে আয়োজিত শিক্ষার গুণগত
মানোন্নয়নের লক্ষ্যে এক শিক্ষক
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বাংলাদেশ দরিদ্র
দেশ। তারপরও আমরা দারিদ্রতার
হাজারো সমস্যা কাটিয়ে অনেক দূর
এগিয়ে এসেছি। চূড়ান্ত
লক্ষ্যে পৌঁছাতে আমাদের নতুন
প্রজন্মকে তৈরি করতে হবে।’
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন,
‘শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। পৃথিবীর
সর্বোচ্চ সম্মানের পেশা হচ্ছে শিক্ষকতা।
আপনারা সে বিষয়টা মাথায় রেখেই পেশাগত কাজ
চালিয়ে যাবেন।’
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের
চেয়ারম্যান মো. শাহজাহানের
সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের
জেলা প্রশাসক মো. রুহুল আমীন।

No comments: