বিনোদন ডেস্ক : কিছুদিন
আগে সামাজিক যোগাযোগের
মাধ্যমে রণবীর কাপুরের যুক্ত হওয়ার
খবর ফলাও করে প্রকাশ হয়েছিলো।
@RANBIRKA6000R নামের
আইডিতে ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছিলো!
কিন্তু যে খবর এবার
বেরিয়েছে তা বলিউডের এই
অভিনেতার অনুসারীদের নিঃশ্বাস
বন্ধ হয়ে যাওয়ার মতোই ব্যাপার। এর
চেয়ে বড় হতাশার খবর আর নেই। ওই
আইডি নাকি নকল।
শুরু থেকেই অবশ্য আইডিটির
বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন
উঠেছিলো। তার ওপর রণবীরের
নামে কয়েকটি টুইট বিরক্ত
ধরিয়ে দিয়েছিলো টুইটার
ব্যবহারকারীদের মধ্যে। তবুও ৩২ বছর
বয়সী এই অভিনেতার
অনুসারী হয়ে গেছে ২০ হাজার।
জানা গেছে, রণবীর যে পণ্যের মডেল
হয়েছে তার প্রচারণার অংশ হিসেবেই
আইডিটি খোলা হয়েছে। টুইটার
তো বটেই, কোনো সামাজিক
যোগাযোগের মাধ্যমেই রণবীর নেই।
আগে সামাজিক যোগাযোগের
মাধ্যমে রণবীর কাপুরের যুক্ত হওয়ার
খবর ফলাও করে প্রকাশ হয়েছিলো।
@RANBIRKA6000R নামের
আইডিতে ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছিলো!
কিন্তু যে খবর এবার
বেরিয়েছে তা বলিউডের এই
অভিনেতার অনুসারীদের নিঃশ্বাস
বন্ধ হয়ে যাওয়ার মতোই ব্যাপার। এর
চেয়ে বড় হতাশার খবর আর নেই। ওই
আইডি নাকি নকল।
শুরু থেকেই অবশ্য আইডিটির
বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন
উঠেছিলো। তার ওপর রণবীরের
নামে কয়েকটি টুইট বিরক্ত
ধরিয়ে দিয়েছিলো টুইটার
ব্যবহারকারীদের মধ্যে। তবুও ৩২ বছর
বয়সী এই অভিনেতার
অনুসারী হয়ে গেছে ২০ হাজার।
জানা গেছে, রণবীর যে পণ্যের মডেল
হয়েছে তার প্রচারণার অংশ হিসেবেই
আইডিটি খোলা হয়েছে। টুইটার
তো বটেই, কোনো সামাজিক
যোগাযোগের মাধ্যমেই রণবীর নেই।
No comments:
Post a Comment