প্রেমের সম্পর্কের টানে পর্যটন
মোটেলে এসে উঠেছিলেন তারা। বেশ
ভালোভাবেই কাটছিল তাদের সময়।
তবে খবরটি চলে যায় প্রশাসনের
কানে। এর পরেই চলে অভিযান। আটক
হলেন সেই কপত-কপতি।
ঘটনাটি ঘটেছে বগুড়া শহরে। শনিবার
রাত আড়াইটায় শহরের একটি পর্যটন
মোটেল থেকে স্কুল ছাত্রীসহ আটক হন
এক যুবক।
তিরিশ বছরের ওই যুবকের নাম কামরুল
হাসান। সে বগুড়া শহরের রহমান নগরের
আলতাফ হোসেনের ছেলে। শিবগঞ্জ
উপজেলার জুমারহাট খ্যাদ্য গুদামের
ইন্সপেক্টর তিনি।
আটক স্কুলছাত্রী বগুড়ার কাহালু
উপজেলার তাহেরুন্নেছা উচ্চ
বিদ্যালয়ের নবম শ্রেণীর
ছাত্রী বলে জানা গেছে।
এসআই খোকন কুমার কুন্ডু বলেন, প্রেমের
সম্পর্কের টানে উভয়ে বনানী পর্যটন
মটেলে অবস্থান করছে কাহালু
থানা পুলিশের এমন তথ্যের
ভিত্তিতে অভিযান
চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
মোটেলে এসে উঠেছিলেন তারা। বেশ
ভালোভাবেই কাটছিল তাদের সময়।
তবে খবরটি চলে যায় প্রশাসনের
কানে। এর পরেই চলে অভিযান। আটক
হলেন সেই কপত-কপতি।
ঘটনাটি ঘটেছে বগুড়া শহরে। শনিবার
রাত আড়াইটায় শহরের একটি পর্যটন
মোটেল থেকে স্কুল ছাত্রীসহ আটক হন
এক যুবক।
তিরিশ বছরের ওই যুবকের নাম কামরুল
হাসান। সে বগুড়া শহরের রহমান নগরের
আলতাফ হোসেনের ছেলে। শিবগঞ্জ
উপজেলার জুমারহাট খ্যাদ্য গুদামের
ইন্সপেক্টর তিনি।
আটক স্কুলছাত্রী বগুড়ার কাহালু
উপজেলার তাহেরুন্নেছা উচ্চ
বিদ্যালয়ের নবম শ্রেণীর
ছাত্রী বলে জানা গেছে।
এসআই খোকন কুমার কুন্ডু বলেন, প্রেমের
সম্পর্কের টানে উভয়ে বনানী পর্যটন
মটেলে অবস্থান করছে কাহালু
থানা পুলিশের এমন তথ্যের
ভিত্তিতে অভিযান
চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
No comments:
Post a Comment