Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, January 25, 2015

অপরাধ দমন করতেই হাতে অস্ত্র দিয়েছে সরকার: বেনজীর

খুলনা : র্যাপিড অ্যাকশন
ব্যাটালিয়নের (র্যাব) নবনিযুক্ত
মহাপরিচালক (ডিজি) বেনজীর
আহমেদ বলেছেন, “অপরাধীরা অপরাধ
করবে আর
আইনশৃঙ্খলারক্ষাকারীবাহিনীতাচেয়েচেয়েদেখবে?
অপরাধ দমন করতেই সরকার
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র
দিয়েছে, হা-ডু-ডু খেলার জন্য নয়।”
রোববার খুলনায় র্যাব-৬-এর
কার্যালয়ে সাংবাদিকদের এ
কথা বলেন তিনি।
বেনজির বলেন, “একটি বিশেষ মহল
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের
অভিযোগ এনে সেটিকে সস্তা প্রচার
হিসেবে কাজে লাগাচ্ছে।”
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায়
কয়েকজন র্যাব সদস্যের সম্পৃক্ততার
অভিযোগ উঠলেও তাতে বাহিনীর
ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি মন্তব্য
করে বেনজীর আহমেদ বলেন, “কারও
ব্যক্তিগত অন্যায়ের দায় র্যাব বহন
করবে না।
বর্তমানে র্যাবে কোনো সংকট নেই।”
অবরোধ কর্মসূচির
নামে বিএনপি নাশকতা চালাচ্ছে অভিযোগ
করে এটি প্রতিরোধে র্যাবসহ
আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়তার
সঙ্গে কাজ করবে বলে জানান
বেনজীর।
এ সময় আরো উপস্থিত ছিলেন র্যাব-৬-
এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট
কর্নেল এনামুল আরিফ, খুলনার
বিভাগীয় কমিশনার আবদুস সামাদ,
জেলা প্রশাসক মোস্তফা কামাল,
ডিআইজি এম এম মনিরুজ্জামান ও
পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি।

posted from Bloggeroid

No comments: