Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, January 25, 2015

চলমান সহিংসতা অগ্রগতির ধারাকে বাধাগ্রস্ত করতে পারে: আতিউর

ফাইল ফটো
ঢাকা : বাংলাদেশ ব্যাংকের গভর্নর
আতিউর রহমান বলেছেন, “গত বছরের
আর্থিক খাতের বেশির ভাগ সূচকের
উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তবে হালের সহিংসতা ও
অস্থিরতা অগ্রগতির
ধারাকে বাধাগ্রস্ত করতে পারে।”
রোববার বাংলাদেশ ব্যাংকের
জাহাঙ্গীর আলম কনফারেন্স
হলে মহাব্যবস্থাপক সম্মেলনে গভর্নর এ
কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের এক
বিবৃতিতে রোববার এ
কথা জানানো হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের
প্রধান কার্যালয়ের সব বিভাগ ও
১০টি শাখা অফিসের
নির্বাহী পরিচালক ও
মহাব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন
করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
দেন আতিউর রহমান। এতে সভাপতিত্ব
করেন নির্বাহী পরিচালক আহমেদ
জামাল।

posted from Bloggeroid

No comments: