Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, April 26, 2014

IPL Crickets win

খেলা / সর্বশেষ /
ক্লান্তিকে হারিয়েও জয় দেখা হল
না শাহরুখের
ক্লান্তিকে হারিয়েও জয় দেখা হল
না শাহরুখের
— April 27, 2014 Comments Off
36
in
Share
Position : প্রায় ৩০ দিন
ঘুমোননি। শু্যটিংয়ে ব্যস্ত ছিলেন। তবু
ক্লান্তি শাহরুখ খানের আবু
ধাবি স্টেডিয়ামে আসা রুখতে
পারেনি। কিন্তু শেষ রক্ষা হল
কোথায়! বলিউড বাদশার
কেকেআরকে হারিয়ে সব
হাসি কেড়ে নিয়ে গেল
প্রীতি জিন্টার কিংস ইলেভেন
পঞ্জাব। অথচ ম্যাচের আগে কিং খান
টুইট করেছিলেন, “ম্যাচের জন্য আবু
ধাবি পৌঁছতে রাশি রাশি বালির
সঙ্গে রীতিমতো রেস করতে হচ্ছে।”
সেই
উচ্ছ্বাসে ভাসতে থাকা শাহরুখের
সঙ্গে ম্যাচের পর
স্টেডিয়ামে গম্ভীর মুখের
কিং খানের মিল পাওয়া দুষ্কর।
ম্যাচের পর অন্য শিবিরে আবার
একবারে উল্টো ছবি। চারে চার। এ
মরসুমে টানা চার ম্যাচ
জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স
বেঙ্গালুরু আর চেন্নাই সুপার কিংসের
আইপিএলে টানা সাত ম্যাচ জেতার
রেকর্ড স্পর্শ করেছে পঞ্জাব এ
দিনই। সুনীল নারিন, পীযূষ
চাওলাদের পর প্রীতির টিমের
সন্দীপ শর্মাই কেড়ে নিলেন যাবতীয়
স্পটলাইট। ২১ রানে তিন উইকেট
নিয়ে ম্যাচে কেকেআরের
মেরুদণ্ডটাই ভেঙে দিয়ে যান যিনি।
টিমের মালকিনও যার জন্য বেজায়
খুশি। “বড় বড় ক্রিকেটারদের
সঙ্গে যে ভাবে তরুণরাও
উঠে আসছে সেটা খুব ভাল ব্যাপার।
তাই এত আনন্দ হচ্ছে।” ম্যাচের পর
বলে দেন প্রীতি। এ বার কী সব
ম্যাচই জিততে চান? “কেন চাইব না।
সবাই চাই জিততে।”
ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় আবার
ঝড় উঠে গিয়েছে গৌতম
গম্ভীরকে নিয়ে। নাইট ক্যাপ্টেন
চলতি মরসুমে এই নিয়ে চার
ম্যাচে ব্যর্থ। গত তিন ম্যাচে শূন্য
রানে ফেরার পর এ দিন করলেন ১।
এত খারাপ ফর্মে থাকা সত্ত্বেও কেন
গম্ভীর বসবেন না, টুইটারে প্রশ্ন
কেকেআর সমর্থকদের। ধারাভাষ্যকার
রামিজ রাজাও একই প্রশ্ন তুললেন, “এ
ভাবে ব্যর্থ হলে চাপ অনেক
বেড়ে যায়। এ বার গম্ভীরকেই ঠিক
করতে হবে খেলা চালিয়ে যাবে,
না টিমের দ্বাদশ ক্রিকেটার
হিসেবে নিজেকে রাখবে।
তবে একটা কথা বলে রাখি টি-
টোয়েন্টিতে কিন্তু ফর্ম এক বার
গেলে ফিরে আসতে অনেক সময় নেয়।”
রান তাড়া করে ম্যাচটা জেতা উচিত
ছিল আমাদের। বিশেষ
করে মাঠে যে রকম শিশির পড়েছিল,
তাতে আমাদের
রানটা তুলে দেওয়া উচিত ছিল। সূর্য
যথেষ্ট প্রতিভাবান ব্যাটসম্যান। ও
আরও বেশি সুযোগ পাবে।
ব্যাটিং অর্ডারেও ভাল জায়গায়
নামবে। আমাদের বোলাররা দুর্দান্ত
বল করেছিল।
—গৌতম গম্ভীর


Posted via Blogaway

No comments: