Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label ipl ctickets. Show all posts
Showing posts with label ipl ctickets. Show all posts

Tuesday, May 27, 2014

কলকাতা- পাঞ্জাবের ম্যাচ আজ হচ্ছে না

কলকাতাজুড়ে দিনভর
বৃষ্টি ছিলো।
সাথে ছিলো সংশয়-
আইপিএলএর
প্রথম
কোয়ালিফাইয়ার
ম্যাচটি হবে তো?
দিনভর
বড়
হওয়া প্রশ্নের
উত্তর
মিলেছে। ছোট্ট উত্তর- না! হলেও যথাসময়ে হচ্ছে না।
বৃষ্টির কারণে আপাতত যথা সময়ে খেলা হচ্ছে না ম্যাচটি।
এ ক্ষেত্রে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে শুরু হতে পারে খেলা।
অন্তত পাঁচ ওভার করে দুই দল ব্যাটিং করতে পারলেই ম্যাচ
মাঠে গড়াবে। সেটিও না হলে খেলার
নিষ্পত্তি হতে পারে সুপার ওভারে। সর্বশেষ খবর
অনুযায়ী বাংলাদেশ সময় ৯টা ৪০ মিনিটে মাঠে গড়াতে ওই
সুপার ওভারই।
বাজে আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত যদি তাও
না হতে পারে, তবে লিগে বেশি জয় পাওয়া দল
চলে যাবে ফাইনালে। সে ক্ষেত্রে কপাল পুড়বে কলকাতার।
বেশি জয় পাওয়ার ফলে ফাইনালে চলে যাবে কিংস এলিভেন
পাঞ্জাব।
ম্যাচ হবে ২৮ তারিখ
আইপিএলএর প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচটি ২৮ মে বুধবার
বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ খবরে এমন
তথ্যই মিলেছে।
এসএইচ


Posted via Blogaway

Sunday, May 25, 2014

অবিশ্বাস্য জয়ে শেষ চারে মুম্বাই

ডেস্ক: প্রথম পাঁচ
ম্যাচে হেরে শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা মোটেও
ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে সংযুক্ত আরব
আমিরাত থেকে আইপিএল ভারতে ফেরার শিরোপাধারীদের
অন্য চেহারা। রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫
উইকেটের অবিশ্বাস্য জয়ে শেষ চারে পৌছেছে মুম্বাই।
আইপিএলের দুই শীর্ষ দল কিংস ইলেভেন পাঞ্জাব ও
কলকাতা নাইট রাইডার্স খেলবে ‘কোয়ালিফায়ার’ ম্যাচে। তিন
ও চার নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস
খেলবে ‘এলিমিনেটর’ ম্যাচে। ‘কোয়ালিয়ার’ ম্যাচের পরাজিত
দল ও ‘এলমিনেটর’ ম্যাচের জয়ী দল খেলবে দ্বিতীয়
‘কোয়ালিফায়ার’ ম্যাচে।
১৪ ম্যাচ শেষে মুম্বাই ও রাজস্থানের পয়েন্ট ১৪ করে।
রান রেটে রাজস্থানকে পেছনে ফেলতে হলে ১৪ ওভার ৩
বলে জয় প্রয়োজন ছিল মুম্বাইয়ের। সে সময় তাদের সংগ্রহ
রাজস্থানের সমান হওয়ায় আরেকটি সুযোগ আসে মুম্বাইয়ের
সামনে। জেমস ফকনারের পরের বলে চার হাঁকাতে পারলেই
‘প্লে-অফ’ নিশ্চিত এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আদিত্য
তারে হাঁকান বিশাল এক ছক্কা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৯০ রানের লক্ষ্য
তাড়া করতে নেমে স্বাগতিকদের জয়ের নায়ক
কোরি অ্যান্ডারসন। মাত্র ৪৪ বলে অপরাজিত ৯৫ রানের
বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তার
ইনিংসটি সাজানো ৯টি চার ও ৬টি ছক্কায়।
৩২ বল বাকি রেখে পাওয়া জয়ে অম্বাতি রাইডু (১০
বলে ৩০), মাইক হাসির (১১ বলে ২২) অবদানও কম নয়।
রাজস্থানের পক্ষে কেভন কুপার ও ধাওয়াল
কুলকার্নি দুটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৯ রান
করে রাজস্থান।
সর্বোচ্চ ৭৪ রান করেন সঞ্জু স্যামসন। তার ৪৭ বলের
ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। স্যামসনের সঙ্গে ১০০
রানের জুটি গড়া করুন নায়ারের ব্যাট থেকে আসে ৫০ রান।
তার ২৭ বলের আক্রমণাত্মক ইনিংস সাজানো ৭টি চার ও
২টি ছক্কায়।
এছাড়া ব্র্যাড হজ অপরাজিত থাকেন ২৯ রানে। ফকনারের
ব্যাট থেকে আসে ২৩ রান


Posted via Blogaway

Monday, May 19, 2014

পোলার্ডের অবিশ্বাস্য ক্যাচ! অনলাইন ডেস্ক

অবিশ্বাস্য ভঙ্গিতে ক্যাচ
নিয়েছেন কাইরন পোলার্ড
এভাবেও কি ক্যাচ ধরা যায়?
না দেখলে সত্যিই বিশ্বাস
করা মুশকিল। কাইরন পোলার্ড
আজ
যেভাবে বাউন্ডারি লাইনে দাঁ
কুপারকে তালুবন্দী করেছেন,
তা সত্যিই অবিশ্বাস্য,
অকল্পনীয়। গত
মাসে আইপিএলের ১১তম
ম্যাচে ক্রিস লিনের
যে ক্যাচটি অবিশ্বাস্য
তকমা পেয়েছিল, আজ সেটিকেও
ছাড়িয়ে গেছেন পোলার্ড।
কুপারের
জোরালো শটটা ঠেকানোর জন্য
অনেক উঁচুতে লাফিয়েছিলেন
পোলার্ড।
বলটা তালুবন্দী করতে পারলেও
ভারসাম্য ঠিক রেখে মাঠের
ভেতরে থাকতে পারেননি ওয়েস্
ইন্ডিজের এই ক্রিকেটার।
তবে নিজে বাউন্ডারি লাইন
অতিক্রম করে গেলেও তার
আগে বলটা ঠিকই
শূন্যে ছুড়ে দিয়েছিলেন। পর
মুহূর্তেই বেশ কয়েক ফুট
এগিয়ে এসে ডাইভ
দিয়ে সেটিকে লুফে নিয়েছেন
পোলার্ড।
ব্যাপারটি ঘটেছে মাত্র কয়েক
সেকেন্ডের মধ্যে।
গত ২৪ এপ্রিল কলকাতা-
বেঙ্গালুরুর ম্যাচে লিনের
ক্যাচটাই গড়ে দিয়েছিল
ম্যাচের ভাগ্য। উত্তেজনাপূর্ণ
ম্যাচে ২ রানের জয় পেয়েছিল
কলকাতা। আজ অবশ্য পোলার্ডের
ক্যাচটির আগেই
অনেকটা নিশ্চিত
হয়ে গিয়েছিল রাজস্থান
রয়্যালসের হার। অষ্টম
ওভারে কুপার যখন চতুর্থ
ব্যাটসম্যান
হিসেবে সাজঘরে ফিরছেন,
তখন জয় থেকে আরও ১১৭ রান
দূরে ছিল রাজস্থান। শেষ
পর্যন্ত মুম্বাই পেয়েছে ২৫
রানের সহজ জয়।
মুম্বাইয়ের ছুড়ে দেওয়া ১৭৯
রানের লক্ষ্য
তাড়া করতে নেমে ১৫৩ রানেই
শেষ হয়েছে রাজস্থানের
ইনিংস। ১২ ওভারের মধ্যে ৭৭
রানেই সাতটি উইকেট
হারিয়েছিল রাজস্থান। শেষ
পর্যায়ে ব্রাড হজের ৪০ ও
জেমস ফাল্কনারের ৩১ রানের
ইনিংস দুটির সুবাদেই হারের
ব্যবধান কমাতে পেরেছে শেন
ওয়াটসনের দল।
এর আগে মুম্বাইকে বড়
সংগ্রহের
ভিত্তি গড়ে দিয়েছিলেন দুই
ওপেনার মাইকেল হাসি ও
লেন্ডল সিমন্স। অঙ্কিত শর্মার
এক ওভারেই সাজঘরে ফেরার
আগে হাসি করেছেন ৫৬ রান।
সিমন্সের ব্যাট
থেকে এসেছে ৬২ রান।
অধিনায়ক রোহিত
শর্মা খেলেছেন ১৯ বলে ৪০
রানের ঝোড়ো ইনিংস।


Posted via Blogaway

পোলার্ডের অবিশ্বাস্য ক্যাচ! অনলাইন ডেস্ক

অবিশ্বাস্য ভঙ্গিতে ক্যাচ
নিয়েছেন কাইরন পোলার্ড
এভাবেও কি ক্যাচ ধরা যায়?
না দেখলে সত্যিই বিশ্বাস
করা মুশকিল। কাইরন পোলার্ড
আজ
যেভাবে বাউন্ডারি লাইনে দাঁ
কুপারকে তালুবন্দী করেছেন,
তা সত্যিই অবিশ্বাস্য,
অকল্পনীয়। গত
মাসে আইপিএলের ১১তম
ম্যাচে ক্রিস লিনের
যে ক্যাচটি অবিশ্বাস্য
তকমা পেয়েছিল, আজ সেটিকেও
ছাড়িয়ে গেছেন পোলার্ড।
কুপারের
জোরালো শটটা ঠেকানোর জন্য
অনেক উঁচুতে লাফিয়েছিলেন
পোলার্ড।
বলটা তালুবন্দী করতে পারলেও
ভারসাম্য ঠিক রেখে মাঠের
ভেতরে থাকতে পারেননি ওয়েস্
ইন্ডিজের এই ক্রিকেটার।
তবে নিজে বাউন্ডারি লাইন
অতিক্রম করে গেলেও তার
আগে বলটা ঠিকই
শূন্যে ছুড়ে দিয়েছিলেন। পর
মুহূর্তেই বেশ কয়েক ফুট
এগিয়ে এসে ডাইভ
দিয়ে সেটিকে লুফে নিয়েছেন
পোলার্ড।
ব্যাপারটি ঘটেছে মাত্র কয়েক
সেকেন্ডের মধ্যে।
গত ২৪ এপ্রিল কলকাতা-
বেঙ্গালুরুর ম্যাচে লিনের
ক্যাচটাই গড়ে দিয়েছিল
ম্যাচের ভাগ্য। উত্তেজনাপূর্ণ
ম্যাচে ২ রানের জয় পেয়েছিল
কলকাতা। আজ অবশ্য পোলার্ডের
ক্যাচটির আগেই
অনেকটা নিশ্চিত
হয়ে গিয়েছিল রাজস্থান
রয়্যালসের হার। অষ্টম
ওভারে কুপার যখন চতুর্থ
ব্যাটসম্যান
হিসেবে সাজঘরে ফিরছেন,
তখন জয় থেকে আরও ১১৭ রান
দূরে ছিল রাজস্থান। শেষ
পর্যন্ত মুম্বাই পেয়েছে ২৫
রানের সহজ জয়।
মুম্বাইয়ের ছুড়ে দেওয়া ১৭৯
রানের লক্ষ্য
তাড়া করতে নেমে ১৫৩ রানেই
শেষ হয়েছে রাজস্থানের
ইনিংস। ১২ ওভারের মধ্যে ৭৭
রানেই সাতটি উইকেট
হারিয়েছিল রাজস্থান। শেষ
পর্যায়ে ব্রাড হজের ৪০ ও
জেমস ফাল্কনারের ৩১ রানের
ইনিংস দুটির সুবাদেই হারের
ব্যবধান কমাতে পেরেছে শেন
ওয়াটসনের দল।
এর আগে মুম্বাইকে বড়
সংগ্রহের
ভিত্তি গড়ে দিয়েছিলেন দুই
ওপেনার মাইকেল হাসি ও
লেন্ডল সিমন্স। অঙ্কিত শর্মার
এক ওভারেই সাজঘরে ফেরার
আগে হাসি করেছেন ৫৬ রান।
সিমন্সের ব্যাট
থেকে এসেছে ৬২ রান।
অধিনায়ক রোহিত
শর্মা খেলেছেন ১৯ বলে ৪০
রানের ঝোড়ো ইনিংস।


Posted via Blogaway

Tuesday, May 13, 2014

সাকিব আল হাসানকে ছাড়াই ‘ম্যাড ম্যাক্স’ কলকাতার আয়েশি জয় !

সাকিব আল
হাসানকে ছাড়াই
‘ম্যাড ম্যাক্স’
কলকাতার আয়েশি জয় !
স্পোর্টস ডেস্ক : সাকিব আল
হাসানকে ছাড়াই ‘ম্যাড
ম্যাক্স’ (গ্লেন ম্যাক্
কিংস ইলাভেন পাঞ্জাবের
বিপক্ষে বড় জয়
পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
রোববার কটকে উইকেটের ২২
গজে ভারতীয় স্পিনার পিযুষ
চাওলা ও মরনে মরকেলদের দুরন্ত
বোলিংয়ের পর ব্যাট হাতে গৌতম
গাম্ভীরের ধারাবাহিক উচ্ছ্বাস ও
রবিন উথাপ্পার টনিক ইনিংসে নয়
উইকেটের বড় জয় পেয়েছে শাহরুখ
খানের মালিকানাধীন দলটি। তাও
ইনিংসের ১২টি বল বাকি থাকতেই।
আগের দিন কলকাতার সবচেয়ে কিপ্টুস
বোলার ছিলেন সাকিব আল হাসান।
চার ওভারে মাত্র ১৩টি রান
দিয়েছিলেন তিনি।
তাছাড়া গুরুত্বপূর্ণ সময়ে কলকাতার
পক্ষে একটি উইকেটও পেয়েছিলেন
বাংলাদেশের
বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু
তারপরেও রোববারের
ম্যাচে সাকিবের বাদ পড়াটা বড়
বিস্ময় হিসেবে এসেছিল
ক্রিকেটপ্রেমীদের কাছে। যদিও
রোববার মাঠের খেলায় এটা খুব
বেশি প্রভাব ফেলেনি।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের
সিদ্ধান্ত নেন গাম্ভীর।
ফলে প্রথমে ব্যাট
করতে নামে পাঞ্জাব। কিন্তু
ইনিংসের শুরুতেই উইকেট হারায়
তারা। যদিও চালিয়ে ব্যাট
করতে থাকেন রান খরায়
ভুগতে থাকা বিরেন্দ্রর শেবাগ। শেষ
পর্যন্ত নিজ দলের পক্ষে সর্বোচ্চ ৭২
রানের ইনিংসও খেলেন বীরু। তাও
মাত্র ৫০ বলেই। কিন্তু
ক্রিকেটে ‘লাকি চার্ম’
বলে একটা কথা আছে। তাই গ্লেন
ম্যাক্সওয়েল ও ডেভিড মিলারের
ব্যাট না হাসায় খুব বেশি দূর
এগুতে পারেনি প্রীতি জিনতার দল।
নির্ধারিত ২০ ওভারে তারা আট
উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ
করে। যখন ম্যাক্সওয়েল ১৪ আর মিলার
১৩ রান করেন। কেকেআরের
পক্ষে তিনটি উইকেট নেন চাওলা।
দুটি উইকেট গেছে মরকেলের দখলে।
এরপর ব্যাটিংয়ে নেমে আগের দুই
দিনের মতো এদিনও ভালো সূচনা পায়
কলকাতা। গৌতম গাম্ভীর আর রবিন
উথাপ্পার উদ্বোধনী জুটিতে সাত
ওভারেই আসে ৬৮ রান। যখন মাত্র
চার রানের জন্য অর্ধ শতক মিস করেন
কেরালার ব্যাটসম্যান উথাপ্পা।
তবে গাম্ভীর যথারীতি সপ্রতিভ
ছিলেন। আগের দুই ম্যাচের ন্যায়
এদিনও হাফ সেঞ্চুরি পেয়েছেন
দিল্লির ব্যাটসম্যান। তাতে নয়
উইকেটের বড় জয় পায় কলকাতা।
গাম্ভীর ৪৫ বলে ৬৩ রান
করে অপরাজিত থাকেন। তাকে যোগ্য
সঙ্গত দেন মনিষ পাণ্ডে। তার
ব্যাটে এসেছে ৩৬ রান। পাঞ্জাবের
পক্ষে একমাত্র উইকেটটি পান
প্রবিন্দর আওয়ানা।
প্রসঙ্গত, এই জয়ের ফলে প্লে-অফ
খেলার
সম্ভাবনা জিইয়ে থাকলো কলকাতার।
শাহরুখ খানের দল নয়টি ম্যাচ
খেলে চারটিতে জয় পেয়েছে। পয়েন্ট
টেবিলের চার নাম্বারে তারা।
হারার পরও অবশ্য সবার
শীর্ষে পাঞ্জাবই। দুইয়ে ধোনির
চেন্নাই সুপার কিংস। তিন শেন
ওয়াটনসের রাজস্থান রয়েলস।


Posted via Blogaway

Saturday, April 26, 2014

IPL Crickets win

খেলা / সর্বশেষ /
ক্লান্তিকে হারিয়েও জয় দেখা হল
না শাহরুখের
ক্লান্তিকে হারিয়েও জয় দেখা হল
না শাহরুখের
— April 27, 2014 Comments Off
36
in
Share
Position : প্রায় ৩০ দিন
ঘুমোননি। শু্যটিংয়ে ব্যস্ত ছিলেন। তবু
ক্লান্তি শাহরুখ খানের আবু
ধাবি স্টেডিয়ামে আসা রুখতে
পারেনি। কিন্তু শেষ রক্ষা হল
কোথায়! বলিউড বাদশার
কেকেআরকে হারিয়ে সব
হাসি কেড়ে নিয়ে গেল
প্রীতি জিন্টার কিংস ইলেভেন
পঞ্জাব। অথচ ম্যাচের আগে কিং খান
টুইট করেছিলেন, “ম্যাচের জন্য আবু
ধাবি পৌঁছতে রাশি রাশি বালির
সঙ্গে রীতিমতো রেস করতে হচ্ছে।”
সেই
উচ্ছ্বাসে ভাসতে থাকা শাহরুখের
সঙ্গে ম্যাচের পর
স্টেডিয়ামে গম্ভীর মুখের
কিং খানের মিল পাওয়া দুষ্কর।
ম্যাচের পর অন্য শিবিরে আবার
একবারে উল্টো ছবি। চারে চার। এ
মরসুমে টানা চার ম্যাচ
জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স
বেঙ্গালুরু আর চেন্নাই সুপার কিংসের
আইপিএলে টানা সাত ম্যাচ জেতার
রেকর্ড স্পর্শ করেছে পঞ্জাব এ
দিনই। সুনীল নারিন, পীযূষ
চাওলাদের পর প্রীতির টিমের
সন্দীপ শর্মাই কেড়ে নিলেন যাবতীয়
স্পটলাইট। ২১ রানে তিন উইকেট
নিয়ে ম্যাচে কেকেআরের
মেরুদণ্ডটাই ভেঙে দিয়ে যান যিনি।
টিমের মালকিনও যার জন্য বেজায়
খুশি। “বড় বড় ক্রিকেটারদের
সঙ্গে যে ভাবে তরুণরাও
উঠে আসছে সেটা খুব ভাল ব্যাপার।
তাই এত আনন্দ হচ্ছে।” ম্যাচের পর
বলে দেন প্রীতি। এ বার কী সব
ম্যাচই জিততে চান? “কেন চাইব না।
সবাই চাই জিততে।”
ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় আবার
ঝড় উঠে গিয়েছে গৌতম
গম্ভীরকে নিয়ে। নাইট ক্যাপ্টেন
চলতি মরসুমে এই নিয়ে চার
ম্যাচে ব্যর্থ। গত তিন ম্যাচে শূন্য
রানে ফেরার পর এ দিন করলেন ১।
এত খারাপ ফর্মে থাকা সত্ত্বেও কেন
গম্ভীর বসবেন না, টুইটারে প্রশ্ন
কেকেআর সমর্থকদের। ধারাভাষ্যকার
রামিজ রাজাও একই প্রশ্ন তুললেন, “এ
ভাবে ব্যর্থ হলে চাপ অনেক
বেড়ে যায়। এ বার গম্ভীরকেই ঠিক
করতে হবে খেলা চালিয়ে যাবে,
না টিমের দ্বাদশ ক্রিকেটার
হিসেবে নিজেকে রাখবে।
তবে একটা কথা বলে রাখি টি-
টোয়েন্টিতে কিন্তু ফর্ম এক বার
গেলে ফিরে আসতে অনেক সময় নেয়।”
রান তাড়া করে ম্যাচটা জেতা উচিত
ছিল আমাদের। বিশেষ
করে মাঠে যে রকম শিশির পড়েছিল,
তাতে আমাদের
রানটা তুলে দেওয়া উচিত ছিল। সূর্য
যথেষ্ট প্রতিভাবান ব্যাটসম্যান। ও
আরও বেশি সুযোগ পাবে।
ব্যাটিং অর্ডারেও ভাল জায়গায়
নামবে। আমাদের বোলাররা দুর্দান্ত
বল করেছিল।
—গৌতম গম্ভীর


Posted via Blogaway

IPL Crickets win

খেলা / সর্বশেষ /
ক্লান্তিকে হারিয়েও জয় দেখা হল
না শাহরুখের
ক্লান্তিকে হারিয়েও জয় দেখা হল
না শাহরুখের
— April 27, 2014 Comments Off
36
in
Share
Position : প্রায় ৩০ দিন
ঘুমোননি। শু্যটিংয়ে ব্যস্ত ছিলেন। তবু
ক্লান্তি শাহরুখ খানের আবু
ধাবি স্টেডিয়ামে আসা রুখতে
পারেনি। কিন্তু শেষ রক্ষা হল
কোথায়! বলিউড বাদশার
কেকেআরকে হারিয়ে সব
হাসি কেড়ে নিয়ে গেল
প্রীতি জিন্টার কিংস ইলেভেন
পঞ্জাব। অথচ ম্যাচের আগে কিং খান
টুইট করেছিলেন, “ম্যাচের জন্য আবু
ধাবি পৌঁছতে রাশি রাশি বালির
সঙ্গে রীতিমতো রেস করতে হচ্ছে।”
সেই
উচ্ছ্বাসে ভাসতে থাকা শাহরুখের
সঙ্গে ম্যাচের পর
স্টেডিয়ামে গম্ভীর মুখের
কিং খানের মিল পাওয়া দুষ্কর।
ম্যাচের পর অন্য শিবিরে আবার
একবারে উল্টো ছবি। চারে চার। এ
মরসুমে টানা চার ম্যাচ
জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স
বেঙ্গালুরু আর চেন্নাই সুপার কিংসের
আইপিএলে টানা সাত ম্যাচ জেতার
রেকর্ড স্পর্শ করেছে পঞ্জাব এ
দিনই। সুনীল নারিন, পীযূষ
চাওলাদের পর প্রীতির টিমের
সন্দীপ শর্মাই কেড়ে নিলেন যাবতীয়
স্পটলাইট। ২১ রানে তিন উইকেট
নিয়ে ম্যাচে কেকেআরের
মেরুদণ্ডটাই ভেঙে দিয়ে যান যিনি।
টিমের মালকিনও যার জন্য বেজায়
খুশি। “বড় বড় ক্রিকেটারদের
সঙ্গে যে ভাবে তরুণরাও
উঠে আসছে সেটা খুব ভাল ব্যাপার।
তাই এত আনন্দ হচ্ছে।” ম্যাচের পর
বলে দেন প্রীতি। এ বার কী সব
ম্যাচই জিততে চান? “কেন চাইব না।
সবাই চাই জিততে।”
ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় আবার
ঝড় উঠে গিয়েছে গৌতম
গম্ভীরকে নিয়ে। নাইট ক্যাপ্টেন
চলতি মরসুমে এই নিয়ে চার
ম্যাচে ব্যর্থ। গত তিন ম্যাচে শূন্য
রানে ফেরার পর এ দিন করলেন ১।
এত খারাপ ফর্মে থাকা সত্ত্বেও কেন
গম্ভীর বসবেন না, টুইটারে প্রশ্ন
কেকেআর সমর্থকদের। ধারাভাষ্যকার
রামিজ রাজাও একই প্রশ্ন তুললেন, “এ
ভাবে ব্যর্থ হলে চাপ অনেক
বেড়ে যায়। এ বার গম্ভীরকেই ঠিক
করতে হবে খেলা চালিয়ে যাবে,
না টিমের দ্বাদশ ক্রিকেটার
হিসেবে নিজেকে রাখবে।
তবে একটা কথা বলে রাখি টি-
টোয়েন্টিতে কিন্তু ফর্ম এক বার
গেলে ফিরে আসতে অনেক সময় নেয়।”
রান তাড়া করে ম্যাচটা জেতা উচিত
ছিল আমাদের। বিশেষ
করে মাঠে যে রকম শিশির পড়েছিল,
তাতে আমাদের
রানটা তুলে দেওয়া উচিত ছিল। সূর্য
যথেষ্ট প্রতিভাবান ব্যাটসম্যান। ও
আরও বেশি সুযোগ পাবে।
ব্যাটিং অর্ডারেও ভাল জায়গায়
নামবে। আমাদের বোলাররা দুর্দান্ত
বল করেছিল।
—গৌতম গম্ভীর


Posted via Blogaway