Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, May 25, 2014

অবিশ্বাস্য জয়ে শেষ চারে মুম্বাই

ডেস্ক: প্রথম পাঁচ
ম্যাচে হেরে শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা মোটেও
ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে সংযুক্ত আরব
আমিরাত থেকে আইপিএল ভারতে ফেরার শিরোপাধারীদের
অন্য চেহারা। রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫
উইকেটের অবিশ্বাস্য জয়ে শেষ চারে পৌছেছে মুম্বাই।
আইপিএলের দুই শীর্ষ দল কিংস ইলেভেন পাঞ্জাব ও
কলকাতা নাইট রাইডার্স খেলবে ‘কোয়ালিফায়ার’ ম্যাচে। তিন
ও চার নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস
খেলবে ‘এলিমিনেটর’ ম্যাচে। ‘কোয়ালিয়ার’ ম্যাচের পরাজিত
দল ও ‘এলমিনেটর’ ম্যাচের জয়ী দল খেলবে দ্বিতীয়
‘কোয়ালিফায়ার’ ম্যাচে।
১৪ ম্যাচ শেষে মুম্বাই ও রাজস্থানের পয়েন্ট ১৪ করে।
রান রেটে রাজস্থানকে পেছনে ফেলতে হলে ১৪ ওভার ৩
বলে জয় প্রয়োজন ছিল মুম্বাইয়ের। সে সময় তাদের সংগ্রহ
রাজস্থানের সমান হওয়ায় আরেকটি সুযোগ আসে মুম্বাইয়ের
সামনে। জেমস ফকনারের পরের বলে চার হাঁকাতে পারলেই
‘প্লে-অফ’ নিশ্চিত এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আদিত্য
তারে হাঁকান বিশাল এক ছক্কা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৯০ রানের লক্ষ্য
তাড়া করতে নেমে স্বাগতিকদের জয়ের নায়ক
কোরি অ্যান্ডারসন। মাত্র ৪৪ বলে অপরাজিত ৯৫ রানের
বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তার
ইনিংসটি সাজানো ৯টি চার ও ৬টি ছক্কায়।
৩২ বল বাকি রেখে পাওয়া জয়ে অম্বাতি রাইডু (১০
বলে ৩০), মাইক হাসির (১১ বলে ২২) অবদানও কম নয়।
রাজস্থানের পক্ষে কেভন কুপার ও ধাওয়াল
কুলকার্নি দুটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৯ রান
করে রাজস্থান।
সর্বোচ্চ ৭৪ রান করেন সঞ্জু স্যামসন। তার ৪৭ বলের
ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। স্যামসনের সঙ্গে ১০০
রানের জুটি গড়া করুন নায়ারের ব্যাট থেকে আসে ৫০ রান।
তার ২৭ বলের আক্রমণাত্মক ইনিংস সাজানো ৭টি চার ও
২টি ছক্কায়।
এছাড়া ব্র্যাড হজ অপরাজিত থাকেন ২৯ রানে। ফকনারের
ব্যাট থেকে আসে ২৩ রান


Posted via Blogaway

No comments: