Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 30, 2014

অবসর ভেঙে ফিরছেন ফ্লিনটফ

অবসর ভেঙে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন
ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু
ফ্লিনটফ। কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের
হয়ে খেলবেন তিনি।
আগামী ৬ জুন ইয়র্কশাযারের বিপক্ষে টি-
টোয়েন্টিতে তার খেলার সম্ভাবনা আছে।
১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৭৯টি টেস্ট
১৪১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলা ফ্লিনটফ
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠেছিলেন।
কিন্তু একের পর এক চোটের কারণে ২০১০ সালের
সেপ্টেম্বরে সব ধরণের ক্রিকেট থেকে বিদায় নেন
তিনি।
তারপর প্রায় ৪ বছর পেরিয়ে গেলেও ফ্লিনটফ ফেরার
ব্যাপারে আত্মবিশ্বাসী।
“ক্যারিয়ারে নেয়া সব সিদ্ধান্তের মধ্যে এটাই আমার
সবচেয়ে সহজ সিদ্ধান্ত।”
বয়স ৩৬ বছর হয়ে গেলেও এখনও নাকি নিজেকে তার যুবক
বলেই মনে হয়।
তবে ক্রিকেটে ফেরার
ব্যাপারে আত্মবিশ্বাসটা আকাশচুম্বি হলেও পারফরম্যান্স
কেমন হবে, ওই বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছেন
না ২০০৫ সালে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের অন্যতম নায়ক
ফ্লিনটফ। ২০০৯ সালের অ্যাশেজ জয়েও তার দারুণ অবদান
ছিল।
আন্তর্জাতিক ক্যারিয়ারে হতাশার স্মৃতিও
আছে ফ্লিনটফের, ২০০৬-০৭ মৌসুমে অস্ট্রেলিয়ার
মাটিতে তার নেতৃত্বেই অ্যাশেজে সবগুলো ম্যাচ
হেরেছিল ইংল্যান্ড।


Posted via Blogaway

No comments: