Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 30, 2014

উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে উৎকন্ঠায় শিক্ষার্থীরা

দেশের অন্য জায়গার মতো সিলেটেও শুরু হয়েছে উচ্চ
মাধ্যমিকের ভর্তি যুদ্ধ।
বুধবার থেকে শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম
নিয়ে শঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা।
আসন সংখ্যা কম থাকায় জিপিএ-৫ পাওয়ার পরও
অনেক শিক্ষার্থীই
ভালো কলেজে ভর্তি হতে পারবে না বলে মনে করেন
অনেকে।
সিলেট সরকারি পাইলট হাইস্কুল থেকে জিপিএ-৫
পাওয়া তানজিল আহমদ ফাহিম বলে,"
ভর্তি নিয়ে বেশ উৎকন্ঠায় আছি।
"এমসি কলেজে ভর্তি হতে চাচ্ছি।
তবে ভর্তি হতে পারবো কিনা সেই
নিয়ে দুঃশ্চিন্তায় আছি।"
এবার স্কুল ও মাদ্রাসা মিলিয়ে পাশ করেছে ৬০
হাজার ৭৫০ জন শিক্ষার্থী। আর এর মধ্যে জিপিএ-৫
এর সংখ্যা সাড়ে চার হাজার।
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের
ওয়েবসাইটের মতে সিলেটে সরকারি ও
বেসরকারি মিলিয়ে মোট কলেজের
সংখ্যা হচ্ছে মাত্র ১৩২টি যা এই পাশ
করা ছাত্রছাত্রীর জন্য পর্যাপ্ত নয়।
বেশির ভাগ শিক্ষার্থীই ভর্তি হওয়ার জন্য
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,
এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ ও সিলেট
সরকারি মহিলা কলেজকেই পছন্দের তালিকায়
রাখে।
তবে আসন সংখ্যা কম থাকায় এই
কলেজগুলোতে ইচ্ছা থাকলেও
ভর্তি হতে পারবে না জিপিএ-৫ পাওয়া প্রায়
অর্ধেক শিক্ষার্থীই।


Posted via Blogaway

No comments: