বাংলাদেশ সফরে অভিজ্ঞ খেলোয়াড়দের
অনুপস্থিতিতে নিজেদের মেলে ধরে ভারত
দলে জায়গা পাকা করতে চান চেতেশ্বর পুজারা ও
মনোজ তিওয়ারি।
ছয়টি টেস্ট শতক রয়েছে, কিন্তু
ওয়ানডে দলে এখনো জায়গা পাকা করতে পারেননি চেতেশ্বর
পুজারা। মাত্র দুটি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের
ওয়ানডে সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান।
সাম্প্রতিক সময়ে দলে থাকলেও মাঠে নামার সুযোগ
মেলেনি। একাদশে থাকতে তাই বোলিং নিয়েও কাজ
করছেন পুজারা।
নিয়মিত আট সদস্যকে বিশ্রামে রাখায় বাংলাদেশের
বিপক্ষে মাঠে নামার আশা পুজারার।
“আশা করি এবার খেলার সুযোগ মিলবে। এই
সফরে দলে থাকা প্রত্যেকের জন্যই এটা ভালো সুযোগ।”
বাংলাদেশ সফরে প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন
জানিয়ে ১৯ টেস্টে ৬টি শতক করা পুজারা বলেন,
“বাংলাদেশের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলা সহজ নয়।
আমাদের দলটি তরুণ তাই এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
হতে যাচ্ছে।”
দুই বছর আগে শেষ দেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন
মনোজ তিওয়ারি। তবে দলে ফেরার
আশা কখনো ছাড়েননি বলে জানান এই ব্যাটসম্যান।
“চোটের কারণে আমি বাইরে ছিলাম ফর্মের কারণে নয়।
এর আগে আমি ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ার
বিপক্ষে শতক করেছিলাম। তাই জানতাম, ম্যাচ খেলার
মতো ফিট হলেই দলে ফিরবো।”
২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য দলে ডাক
পেয়েছিলেন তিওয়ারি কিন্তু কাঁধের চোটের
কারণে সেবার খেলা হয়নি তার। ২০০৮ সালে অভিষিক্ত
এই ক্রিকেটার আবার দলে ফিরলেন সেই বাংলাদেশের
বিপক্ষেই।
বাংলাদেশ সফরে ১৫, ১৭ ও ১৯ জুন
তিনটি ওয়ানডে খেলবে ভারত। তবে বিশ্ব চ্যাম্পিয়রদের
‘দুর্বল’ দল দেখে হতাশা প্রকাশ করেছেন স্বাগতিক
অধিনায়ক মুশফিকুর রহিম।
Posted via Blogaway
No comments:
Post a Comment