১৯৮২ সালের স্পেন বিশ্বকাপের অন্যতম ভেন্যু ছিল
রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। এ
ছাড়া আরও ১৩টি ভেন্যুতে আয়োজিত হয় সেবারের
বিশ্বকাপ
১৯৮২ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় স্পেনে। বিশ্বকাপ
আয়োজনে স্পেনের একটি রেকর্ড এখনো পর্যন্ত
ভাঙতে পারেনি অন্য কোনো আয়োজক। রেকর্ডটা হলো,
বিশ্বকাপের খেলাগুলোকে সর্বাধিক
১৪টি ভেন্যুতে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, ৮২-তে স্পেনের
১৪টি শহরে বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল,
যা এখনো পর্যন্ত একটি রেকর্ড হিসেবেই টিকে আছে।
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলের ১২টি শহরে।
২০০২ সালে দুই আয়োজক জাপান ও দক্ষিণ
কোরিয়া মিলে ১০টি শহরে বিশ্বকাপ ছড়িয়ে দিতে পেরেছিল।
১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের সব
কটি খেলাই অনুষ্ঠিত হয়েছিল রাজধানী মন্টেভিডিওতে। এ
জন্য ব্যবহূত হয়েছিল মন্টেভিডিওর তিনটি ভিন্ন
স্টেডিয়াম। তবে ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপের পর
আরও সাতটি বিশ্বকাপ আয়োজিত হলেও স্প্যানিশদের ১৪
শহরের রেকর্ডটা অক্ষুণ্ন্ন থাকাটা অনন্য ব্যাপারই বটে।
Posted via Blogaway
No comments:
Post a Comment