Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, May 25, 2014

ভাড়াটিয়ার বাসায় গোপন ক্যামেরা, প্রতিবাদে জীবননাশের হুমকি

সাভার: সাভারের আশুলিয়ায়
একটি বাড়িতে ভাড়াটিয়ার ঘরে গোপন
ক্যামেরা লাগিয়ে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও
ধারণের অভিযোগ পাওয়া গেছে। বাড়ির
মালিকের ছেলে নাহিদের (৩০) বিরুদ্ধে এই
অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে শিল্পাঞ্চলের বাইপাইল ব্রিজ
সংলগ্ন নামাবাজার এলাকার রেজাউদ্দিনের
বাড়িতে। ভাড়াটেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও
ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে দেয়া ও জীবননাশের
হুমকি দিচ্ছেন নাহিদ।
ভাড়াটিয়া নিপা বেগম ও সুমন দম্পতি জানান,
ওই বাড়ির ১২টি কক্ষে বিভিন্ন পোশাক
কারখানায় কর্মরত শ্রমিকেরা ভাড়া থাকেন। এর
মধ্যে এক মাস বাড়িটি খালি ছিল। এই
সুযোগে ভাড়াটিয়াদের সাতটি কক্ষ, টয়লেট ও
গোসলখানায় গোপন ক্যামেরা স্থাপন করে নাহিদ ও
ম্যানেজার আমিনুল (৩৫)। বেশ কয়েকদিন
আগে ভাড়াটিয়ারা বিষয়টি বুঝতে পারেন।
পরে নাহিদের রুমে তল্লাশি চালিয়ে ভিডিও
রেকর্ডের বিষয় নিশ্চিত হয় তারা।
বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের
জানানো হয়। এরপর নাহিদ ও তার বন্ধু
নামাবাজার এলাকার জেন্টস পার্লারের মালিক
জুয়েল রানা এবং বাড়ির মালিকপক্ষের লোকজন
এসে নাহিদের রুম থেকে দুইটি কম্পিউটার,
একটি ল্যাপটপ ও গোপন
ক্যামেরা খুলে নিয়ে ঘটনার আলামত
সরিয়ে ফেলেন। কিন্তু এসব সরিয়ে নেয়ার পর
থেকে ভাড়াটেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও চিত্র
ইন্টারনেটে দেয়ার হুমকি দিতে থাকেন নাহিদ।
নিরুপায় হয়ে বিষয়টি পুলিশকে জানান
ভাড়াটিয়ারা।
সংবাদ পেয়ে শনিবার আশুলিয়া থানার উপ-
পরিদর্শক মোশারফ হোসেন ওই
বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে আরো দুইটি গোপন
ক্যামেরা উদ্ধার করেন। অভিযুক্ত
নাহিদকে গ্রেফতার না করে বিষয়টি এলাকার
মাতবরের মাধ্যমে সমাধানের পরামর্শ
দিয়ে থানায় ফিরে যান তিনি।
ভুক্তভোগী ভাড়াটে দম্পতি  সাংবাদিকদের বলেন,
“পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের
সত্যতা পাওয়ার পরও টাকার বিনিময়ে আসামি আটক
না করে চলে যান।”
বর্তমানে নাহিদ ও তার লোকজন ভাড়াটিয়াদের
এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ
করেন তারা।
এ বিষয়ে আশুলিয়া থানার সেকেন্ড অফিসার এ এফ
এম সায়েদ বলেন, “থানায় লিখিত অভিযোগ
করলে অবশ্যই আইনগত ব্যবস্থা  নেয়া হবে।”


Posted via Blogaway

No comments: