ঢাকা: মারকুটে খেলা ফুটবল, যা নিয়ে এমনিতেই বিরাজ
করে সীমাহীন উত্তেজনা।
খেলতে বা খেলা দেখতে গিয়ে বলটা আসলে 'গোল লাইন ক্রস
করেছে কিনা' কিংবা 'সত্যিই হাতে লাগেনি তো' এসব বিতর্ক
লেগে থাকে টানা ৯০ মিনিটই।
তবে, এবার ফুটবলের চোখে দেখার মাধ্যমে সেই
উত্তেজনা আরো বাড়িয়ে দিতে আসন্ন বিশ্বকাপে যেসব বল
দিয়ে খেলা হবে, সেগুলোর
প্রত্যেকটিতে লাগানো হচ্ছে ৬টি করে ক্যামেরা।
আসন্ন ব্রাজিল বিশ্বকাপের ফুটবল সরবরাহকারী প্রতিষ্ঠান
এডিডাস তাদের বিল্ট ইন ক্যামেরাসহ এসব ফুটবলের নাম
দিয়েছে ব্রাজুকা। আর ফুটবলে লাগানো হাইডেফিনিশন এসব
ক্যামেরার নাম ব্রাজুক্যাম।
এডিডাস জানায়, বিশ্বকাপ চলাকালে চমকপ্রদ ছবি সংগ্রহের
জন্যই এবার ফুটবলের মধ্যে ক্যামেরা বসানো হয়েছে। এসব
অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা ৩৬০ ডিগ্রি এঙ্গেলে তার
মানে তার আশেপাশে ও উপরে-নিচের যে কোনো দৃশ্যই ধারন
করতে পারবে অবলীলায়।
এছাড়াও ধারনকৃত দৃশ্য সংরক্ষন ও সম্প্রচারের জন্যও
প্রতিটি বলে সংযুক্ত করা হচ্ছে বিশেষ প্রজুক্তি।
পাঠক, এবার হাজার মাইল দূরের মাঠের বলে শুধু শটই নয়
বরং মাঠের প্রতিটি কোণই আপনি দেখতে পাবেন। তাও
আবার বলের চোখে। এখন, অপেক্ষা শুধু ১২ই জুনের।
Posted via Blogaway
No comments:
Post a Comment