Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, May 28, 2014

নিজের ধর্ম ত্যাগ করে ব্যাক্তি জীবনে ইসলাম ধর্মালম্বী হয়েছিলেন যে তারকারা

জানা-অজানা ডেস্ক :ধর্ম পরিবর্তন এখন নতুন কিছু নয়,
বরাবরই আমদের চোখের সামনে এবং পেছনে অগনিত মানুষ
তার ধর্ম পরিবর্তন করে আসছেন।
তবে সবথেকে যে বিষয়টি আমাদের চোখে পড়ে তা হল
তারকাদের ধর্মান্তরিত হওয়া। তবে পরিবর্তনের জন্য
তারকারা সবথেকে বেশী যে ধর্মটিকে বেছে নিয়েছেন তা হল
ইসলাম ধর্ম।
নিচে পাঠকদের জন্য এমনসব তারকাদের
তালিকা যারা তাদের আগের ধর্ম ত্যাগ করে ইসলাম
ধর্মাবলম্বী হয়েছেন।
মাইকেল জ্যাকসন
প্রয়াত পপ স্টার মাইকেল মৃত্যুর কিছু দিন আগে ইসলঅম
ধর্ম গ্রহন করেন। মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয়
‘মিকাঈল।” ইসলাম ধর্ম গ্রহনের ব্যাপারে গীতিকার ডেভিড
ওয়ার্নসবায় এবং ফিলিপ বুবাল তাকে বেশ প্রভাবিত করেন।
তাদের ধারণা ছিল ইসলাম ধর্ম গ্রহণ
করলে তিনি ভালো মানুষে পরিনত হবেন। স্থানীয়
একটি মসজিদের ইমামকে ডেকে তিনি কলেমা শাহাদাত পাঠ
করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে পরবর্তীতে মাইকেলের
ইসলাম ধর্মকে বেছে নেয়ার ব্যাপারটিকে গুজব বলে উড়িয়েও
দেয়া হয়।
অমৃতা সিং
জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারি ছিলেন বলিউড
অভিনেত্রী অমৃতা সিং। ১৯৮৩ সালে ‘বেতাব’ ছবির
মাধ্যমে বলিউডে আত্নপ্রকাশ করেন তিনি। এরপর তার
অভিনীত ‘সানি’, ‘মারদ’, ‘সাহেব’-ছবিগুলো দারুণ ব্যবসা সফল
হয়। এরপরই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনেতা সাইফ
আলি খানকে বিয়ে করেন। যদিও এই বিয়ে শেষ পর্যন্ত
টিকেনি। সাইফ শেষমেষ আবার কারিনা কাপুরকে ইসলাম ধর্ম
গ্রহন করিয়ে বিয়ে করেছেন।
ধর্মেন্দ্র
১৯৭৯
সালে ইসলাম
ধর্ম গ্রহণ
করেন
ধর্মেন্দ্র। এর
আগে তার নাম
ছিল ধারাম
সিং দেউল।
বলিউডের
ইতিহাসে অন্যত্তম সফল অভিনেতা তিনি। রোমান্টিক
এবং একশন-উভয় ধাঁচের ছবিতেই সমান সাবলীল ছিলেন
তিনি। তিনি প্রথম বিয়ে করেন প্রকাশ কৌড়কে। এই
সংসারে তার চার সন্তান রয়েছে। একসঙ্গে অভিনয়
করতে গিয়ে তিনি হেমা মালিনির প্রেমে পাগল হন। কিন্তু
তাদের মিলনের ক্ষেত্রে বাঁধ সাধে ধর্ম।
যেকারণে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হেমাকে বিয়ে করেন।
তার দ্বিতীয় বিয়ের সময়ে ভারতে বেশ বিক্ষোভও হয়েছে।
কিন্তু ধর্মেন্দ্র তাতে ভ্রুক্ষেপও করেননি।
হ্যান্স রাজ হ্যান্স
জনপ্রিয় ভারতীয় গায়ক হ্যান্স রাজ হ্যান্স ইসলঅম ধর্ম
গহণ করেছেন বলে দাবি করেছে পাকিস্তানী মিডিয়া।
তারা জানিয়েছে, মূলত সুফি সঙ্গীতের
প্রতি আকৃষ্টতা থেকেই তিনি ইসলাম ধর্মের প্রতি দূর্বল
হয়ে পড়েন। এরপর তিনি ইসলামের ইতিহাসের উপর ব্যাপক
পড়াশোনা করেন এবং সম্প্রতিক সময়ে ইসলাম ধর্ম
গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তিনি মদীনা গমনের
পরিকল্পনা করছেন বলেও জানা গেছে। উল্লেখ্য,
‘আজা নাচলে’, দিল টুটে টুটে’ এবং ‘দামা দাম মাস্ত
ক্যালেন্ডার’ প্রভৃতি জনপ্রিয় গানের গায়ক এই হ্যান্স।
যদিও তার ছেলে নবরাজ তার বাবার মুসলিম হওয়ার খবর
অস্বীকার করেছেন।
এ আর রহমান
তার সঙ্গীত সম্পর্কে সারা বিশ্বই এখন ওয়াকিবহাল।
ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালকদের একজন তিনি।
ক্যারিয়ারের শুরুতে তিনি হিন্দু ছিলেন। তার নাম ছিল এ. এস.
দিলীপ কুমার। সুফি সঙ্গীতের প্রেরণা থেকেই ইসলামের
প্রতি আকৃষ্ট হন তিনি। ১৯৮৪ সালে তিনি ইসলাম ধর্ম
করে দিলীপ কুমার থেকে আল্লা রাখা রহমানে পরিনত হন
তিনি।
শর্মিলা ঠাকুর
বলিউডের
স্বনামধন্য
অভিনেত্রীদের
একজন
শর্মিলা ঠাকুর।
অভিনয়ে অসামান্য অবদানের জন্য ২০১৩
সালে তাকে পদ্মভূষন পদকে ভূষিত করে সরকার।
শর্মিলা ঠাকুরও প্রেমের কারণেই ইসলঅম ধর্ম গ্রহণ
করেন। ইসলঅম ধর্মে দিক্ষীত হয়ে তিনি মনসুর
আলি পতৌদিকে বিয়ে করেন। শর্মিলার তিন সন্তানের
মধ্যে সাইফ আলি খান এবং সোহা আলি খান বলিউডে নাম
লিখিয়েছেন। তার আরেক মেয়ে সাবা আলি খান পেশায়
জুয়েলারি ডিজাইনার।


Posted via Blogaway

No comments: