সৌন্দর্যের ৪টি বড় সমস্যার ছোট্ট ঘরোয়া সমাধান
আমরা প্রত্যেকেই চাই আমাদের দেখতে আকর্ষণীয়
লাগুক। এর জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি।
কিন্তু সব সময় ত্বকের সব সমস্যার সমাধান হাতের
কাছে পাওয়া যায় না। কিন্তু ঘরোয়া ভাবে অনেক সমস্যার
সমাধান করা সম্ভব। তাই আজকে আপনাদের জন্য রইল
ত্বকের ৪ টি সমস্যার ঘরোয়া সমাধান।
মুখের ত্বকে তাৎক্ষণিক লাবণ্য
দিন শেষে বাসায় ফিরে মুখের দিকে তাকালে সন্ধ্যার
বা রাতের কোনো অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছেটাই উবে যায়।
তখন দরকার মুখের ত্বকের তাৎক্ষণিক লাবণ্য
ফিরিয়ে আনা। এর জন্য রয়েছে একটি ভেষজ সমাধান।
আধা চা চামচ লেবুর রস, ১ চা চামচ মধুর
সাথে মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন ভালো করে। ১৫
মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন
মুখে এসেছে তাৎক্ষণিক লাবণ্য।
হাত ও পায়ের ত্বকের কালো ছোপ ও রুক্ষতা
এই সময়ে সারাদিন ঘোরাঘুরিতে সব চাইতে বেশি ক্ষতি হয়
হাত এবং পায়ের। রুক্ষ হয়ে যায় হাত পায়ের ত্বক।
কালো ছোপ পড়ে কড়া রোদের জন্য। এইসময় হাত পায়ের
সৌন্দর্য ধরে রাখতে হলে হাত ও পায়ের ত্বকে আপেলের
খোসা ঘষে নিন নিয়মিত। এতে হাত ও পায়ের ত্বকের
রুক্ষতা এবং কালো ছোপ দূর হবে।
মুখে বাদামী ছোপ পড়লে
অনেকের মুখের ত্বকে বাদামী ছোপ ছোপ দাগ পড়ে।
অনেকে একে মেছতা বলে ভুল করেন। কিন্তু
আসলে এটি মেছতা নয়। এই ছোপ ছোপ দাগ দূর
করতে পাকা পেঁপে চটকে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট।
ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মুখের ত্বকের দাগ দূর করতে
মুখে অনেক সময় নানা কারণে দাগ পড়ে। ব্রণের দাগ,
পোড়া দাগ, কিংবা লালচে কিছু দাগ। এই সমস্যার সমাধান
করতে। সমপরিমান তুলসী পাতার রস ও লেবুর রস
একসঙ্গে মিশিয়ে দুই বেলা নিয়মিত মুখে লাগান। দ্রুত
যে কোন দাগ মিলিয়ে যাবে।
লাইক দিলে আমরা অনুপ্রানিত হই। আপনি নিজেও
যদি লাইক না দেন তাহলে কয়েকদিন পর
পরবর্তী পোস্টগুলো আর দেখতে পাবেন না।তাই লাইক
আর শেয়ার দিন। একটিভ থাকুন। নিজে যেটা জানলেন
বন্ধুদের কেও জানতে দিন ]
আরও টিপস জানতে অথবা পরামর্শ নিতে এ প্রোফাইল এ
ইনবক্স অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন : )
Posted via Blogaway
No comments:
Post a Comment