২ মামলায় ডেসটিনির
বিরুদ্ধে অভিযোগ দাখিল
নিজেস্ব প্রতিবেদক: দুই মামলায়
ডেসটিনির বিরুদ্ধে সাধারণ
মানুষের কাছ থেকে ৪ হাজার ১১৯
কোটি টাকা আত্মসাতের অভিযোগ
আনা হয়েছে।
মাল্টিলেভেল
মার্কেটিং (এমএলএম)
কোম্পানি ডেসটিনির
বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের
(দুদক) করা দুই মামলার
অভিযোগপত্র (চার্জশিট)
আদালতে দাখিল করা হয়েছে।
মামলা দুটির তদন্ত
কর্মকর্তা দুদকের উপপরিচালক
মোজাহার আলী সরদার ও
সহকারী পরিচালক তৌফিকুল
ইসলাম রোববার ঢাকা মুখ্য
মহানগর হাকিম
আদালতে অভিযোগপত্র দাখিল
করেন।
চার্জশিটে সাবেক সেনাপ্রধান ও
ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট
লেফটেন্যান্ট জেনারেল (অব.)
হারুন-অর-রশিদ ও এমডি রফিকুল
আমীনসহ প্রতিষ্ঠানটির বেশ কিছু
কর্মকর্তার বিরুদ্ধে অধিক লাভের
প্রলোভন দেখিয়ে বৃক্ষ রোপন
প্রকল্প ও
ডেসটিনি মাল্টি পারপাস
কো অপারেটিভ সোসাইটির
মাধ্যমে সাধারণ মানুষের কাছ
থেকে ৪ হাজার ১১৯
কোটি টাকা আত্মসাতের অভিযোগ
আনা হয়েছে।
অর্থ আত্মসাতের
অভিযোগে ডেসটিনির প্রেসিডেন্ট
ও এমডিসহ প্রতিষ্ঠানটির বেশ
কিছু
কর্মকর্তাকে আসামি করে ২০১২
সালের ৩১ জুলাই রাজধানীর
কলাবাগান থানায়
মামলা দুটি করা হয়েছিল।
এর মধ্যে বৃক্ষ রোপন প্রকল্পের
মাধ্যমে ২ হাজার ২৫৭ কোটি ৭৮
লাখ টাকা আত্মসাতের
অভিযোগে ১৯
জনকে আসামি করে একটি মামলা করেন
দুদকের উপ পরিচালক মোজাহার
আলী সরদার।
এছাড়া ডেসটিনি মাল্টি পারপাস
কো অপারেটিভ সোসাইটির
মাধ্যমে ১ হাজার ৮৬১ কোটি ৪৫
লাখ আত্মসাতের অভিযোগে ২২
জনকে আসামি করে দ্বিতীয়
মামলাটি করেন দুদকের
সহকারী পরিচালক তৌফিকুল
ইসলাম।
বৃক্ষ রোপন প্রকল্পের মাধ্যমে অর্থ
আত্মসাতের মামলায় ৯৭ পৃষ্ঠার
এবং মাল্টি পারপাস
কো অপারেটিভ সোসাইটির
মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায়
১০৪ পাতার অভিযোগপত্র
দেওয়া হয়েছে।
এই দুই মামলায় ডেসটিনির
এমডি রফিকুল আমীনসহ একাধিক
কর্মকর্তা বর্তমানে কারাগারে রয়েছেন।
তবে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট
হারুন-অর-রশিদ জামিনে আছেন।
Posted via Blogaway
No comments:
Post a Comment