আর্ন্তজাতিক ডেস্ক : এক জোড়া জুতার জন্য সংযুক্ত আরব
আমিরাতের শারজায় দুই বাংলাদেশি খুন হওয়ার রেশ
কাটতে না কাটতে এবার জুতার দুর্গন্ধকে কেন্দ্র
করে আমিরাতের আল-আইন শহরে খুন হলো সোহেল
নামে এক বাংলাদেশি।
আজ দুপুর ১২টার সময় আল-আইনস্থ ছানাইয়া ৩ নম্বর
গলিতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আল আইনস্থ ছানাইয়া ৩ নম্বর গলিতে ভাড়ায়
একটি বাসা নিয়ে থাকেন চট্টগ্রাম জেলার আনোয়ারার
মোহাম্মদ সৈয়দ। ওই বাসাতেই ভাড়ায় থাকেন চট্টগ্রামের
ফটিকছড়ি উপজেলার হাসান (২৫) ও সাতকানিয়ার উপজেলার
সোহেল(২৫)।
আজ দুপুরে কর্মস্থল থেকে ফিরে রান্নার
প্রস্তুতি নিচ্ছিলেন হাসান। এমন সময় সোহেল জুতা পরিহিত
অবস্থায় রুমে প্রবেশ করলে রুমে জুতার দুর্গন্ধ ছড়ায়। এ
নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। কথা কাটাকাটির
একপর্যায়ে হাতে থাকা সবজি কাটার ছুরি দিয়ে তাকে আঘাত
করে হাসান। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেও
পুলিশের ভয়ে রুমের অন্যরা তাকে বাঁচাতে এগিয়ে না আসায়
অধিক রক্তক্ষরণে সোহেলের মৃত্যু হয়।
এ বিষয়ে আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ
করা হলে দূতাবাসের শ্রম সচিব লতিফুল হক কাজিমী জানান,
‘একজন সংবাদকর্মীর মাধ্যমে এ ঘটনা শুনেছি। কিন্তু
সেখানকার কেউ এখনও আমাদের সাথে যোগাযোগ করেনি।
তবে মারা যখন গেছে, তখন এ ঘটনা আমিরাত পুলিশের
হাতেই থাকবে। পুলিশ এ বিষয়ে তদন্ত করবে।’
Posted via Blogaway
No comments:
Post a Comment