৯টা ৪০-
কাকলি ঘোষদস্তিদার,
দীনেশ ত্রিবেদী, সৌগত
রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়
এগিয়ে
৯টা ৪০- ঘাটালে অনেক
এগিয়ে দেব। বাঁকুড়ায়
অনেক পিছিয়ে মুনমুন সেন।
৯টা ৩৫- সারা দেশে ২৬৪
আসনে এগিয়ে এনডিএ।
কংগ্রেস
এগিয়ে ৭৫টি আসনে।
৯টা ৩১-
রাজ্যে ২১টি আসনে এগিয়ে তৃণমূল।
সারা দেশে ১৩টি আসনে এগিয়ে বামফ্রন্ট
৯টা ৩০- উত্তর কলকাতায়
এগিয়ে সুদীপ
বন্দ্যোপাধ্যায়। ভোট
পেয়েছেন ৩,২৭৭টি।
২,০১৫টি ভোট পয়েছেন
বিজেপি-র রাহুল সিন্হা।
৯টা ৩০- দক্ষিণ কলকাতায়
এগিয়ে তৃণমূলের সুব্রত
বক্সি। ভোট পেয়েছেন
১৮,৮৮৪টি।
পিছিয়ে বিজেপি-র তথাগত
রায়। তিনি ১৩,৬৮২টি ভোট
পেয়েছেন।
৯টা ২৮-
রাজ্যে ১৯টি আসনে এগিয়ে তৃণমূল।
৭টি আসমে এগিয়ে বামফ্রন্ট।
৯টা ২৫- দ্বিতীয় রাউন্ডের
শেষে অনেকটা এগিয়ে এগিয়ে দেব,
মেদিনীপুরে এগিয়ে সন্ধ্যা রায়
৯টা ২০- তৃতীয় রাউন্ডের
শেষে ১১,০০০
ভোটে এগিয়ে অধীর চৌধুরী
৯টা ১৪-
জঙ্গিপুরে এগিয়ে বাম
প্রার্থী মোজাফর হোসেন।
৯টা ১২-
ব্যারাকপুরে দীনেশ
ত্রিবেদী এগিয়ে।
৯টা ০৬-
যাদবপুরে এগিয়ে সুগত বসু।
৯টা ০৫-
দমদমে এগিয়ে তৃণমূল
প্রার্থী সৌগত রায়।
৯টা ০৫- উত্তর কলকাতায়
এগিয়ে সুদীপ
বন্দ্যোপাধ্যায়।
৯টা ০৪- কৃষ্ণনগর
থেকে এগিয়ে তাপস পাল।
৯টা ৪- ছ'টা রাউন্ডের
শেষে যাদবপুরে ১১
হাজারেরও
বেশি ভোটে এগিয়ে তৃণমূলের
সুগত বসু।
৯টা ১- তৃণমূল
এগিয়ে ১৪টি আসনে,
সারা দেশে ৯টি এগিয়ে বামেরা
৯টা-
১৯৮টি আসনে এগিয়ে এনডিএ
জোট। কংগ্রেস
এগিয়ে ৯২টি আসনে।
৮টা ৫৯- সুলতানপুর
থেকে বিজেপির বরুণ
গান্ধী এগিয়ে
৮টা ৫৮- এনডিএ ১৭৭,
ইউপিএ ৫৭, বামফ্রন্ট ৯
এবং অন্যান্যরা ৪০
টি আসনে এগিয়ে।
৮টা ৫৮- রায়গঞ্জে ১৪০০
ভোটে এগিয়ে মহম্মদ
সেলিম।
৮টা ৫৭- সাসারাম
থেকে এগিয়ে কংগ্রেসের
মীরা কুমার।
৮টা ৫১-
রাজ্যে ১৫টি আসনে এগিয়ে তৃণমূল,
বামেরা এগিয়ে ৯টি আসনে
৮টা ৫২- ৮,০০০
ভোটে এগিয়ে আসানসোলের
বিজেপি প্রার্থী বাবুল
সুপ্রিয়।
৮টা ৮টা ৫০-
আমেঠিতে পিছিয়ে রাহুল
গান্ধী
৮টা ৪৫- ১২৬
টি আসনে এগিয়ে এনডিএ,
৫৩টি আসনে এগিয়ে ইউপিএ
জোট,
১০টি আসনে বামেরা ও ২১
আসনে এগিয়ে অনান্যরা
৮টা ৪২-
গান্ধীনগরে এগিয়ে লালকৃষ্ণ
আডবাণী
৮টা ৪১- গুড়গাঁওয়ে আপ
প্রার্থী যোগেন্দ্র যাবদ
পিছিয়ে।
৮টা ৪১- উত্তর প্রদেশের
পিলিভিট
থেকে মানেকা গান্ধী এগিয়ে।
৮টা ৪১ -
৭৩টি আসনে এগিয়ে এনডিএ,
কংগ্রেস
এগিয়ে ৩৬টি আসনে
৮টা ৪০-
রায়গঞ্জে এগিয়ে মহম্মদ
সেলিম।
৮টা ৪০-
আমেঠিতে এগিয়ে রাহুল
গান্ধী।
৮টা ৪০- বেনারসেও
এগিয়ে নরেন্দ্র মোদী।
৮টা ৩৭-
ভদোদারাতে এগিয়ে নরেন্দ্র
মোদী।
৮টা ৩৫-
৯টি আসনে এগিয়ে তৃণমূল,
বামফ্রন্ট
এগিয়ে ৫টি আসনে, কংগ্রেস
এগিয়ে ১টি আসনে।
৮টা ৩১-
রাজ্যে ৭টি আসনে এগিয়ে তৃণমূল,
৪টি আসনে বামপ্রার্থীরা এগিয়ে।
৮টা ৩০-
দেশে ১৯টি আসনে এগিয়ে এনডিএ।
ইউপিএ
১২টি আসনে এগিয়ে।
বামফ্রন্ট ৪টি আসনে ও
অনান্যরা ৭টি আসনে এগিয়ে।
৮টা ২৫- ১০
টি আসনে এগিয়ে এনডিএ
জোট।
৫টি আসনে এগিয়ে ইউপিএ
৮টা ২০- তমলুকে শুভেন্দু
অধিকারী (তৃণমূল),
বোলপুরে অনুপম
হাজরা (তৃণমূল),
বিষ্ণুপুরে সৌমিত্র
খাঁ (তৃণমূল) এগিয়ে।
৮টা ১৪-
৫টি আসনে এগিয়ে বিজেপি,
২টি আসনে কংগ্রেস,
অনান্যরা ১টি আসনে এগিয়ে
৮টা ৭- দেশের প্রথম
ট্রেন্ড।
বিজেপি এগিয়ে ৩টি আসনে,
কংগ্রেস ১টি আসনে।
৮টা ৫- আজ বাংলায় ভাগ্য
নির্ধারণ এক
গুচ্ছো তারকা প্রার্থীর।
দেব, সন্ধ্যা রায়, মুনমুন
সেন, সৌমিত্র রায়,
বাইচুং ভুটিয়া, বাবুল
সুপ্রিয়ো, বাপ্পি লাহিড়ী,
পিসি সরকার সহ আর অনেক
তারকা তাঁদের 'রেসাল্ট'-এর
প্রতীক্ষায়।
সকাল ৮টা-
সারা দেশে ভোট গণনা শুরু
৯৮৯ কেন্দ্রে।
আজ লোকসভা নির্বাচনের
ফলপ্রকাশ।সকাল
আটটটা থেকে দেশজুড়ে ৯৮৯টি কেন্দ্রে শুরু
হবে গণনা। নির্বাচনের
কমিশনের আশা, কোন দল
ক্ষমতায় আসছে,
বেলা এগারোটার মধ্যেই
ফলাফলের ট্রেন্ড
দেখে সেটা অনেকটাই
স্পষ্ট হয়ে যাবে। বিকেল
পাঁচটার মধ্যে গণনা শেষ
হবে।
এবছর ৫৪৩টি আসনের জন্য
প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮
হাজার ২৫১জন প্রার্থী।
যারমধ্যে ছশো আটষট্টিজন
মহিলা ও পাঁচজন হলেন
রুপান্তকামী। এপ্রিল
মাসের সাত তারিখ
থেকে মে মাসের
বারো তারিখ। উনসত্তর দিন
ধরে ন-দফায় ভোটগ্রহণ
চলে। বিশ্বের বৃহত্তম
গণতন্ত্রের ইতিহাসে এই
প্রথম এত দীর্ঘ সময়
ধরে ভোটপর্ব চলল। প্রায়
একাশি কোটি ভোটারের
মধ্যে এবারে ভোটাধিকার
প্রয়োগ করেছেন পঞ্চান্ন
কোটি মানুষ।
যা সর্বকালীন রেকর্ড। ভোট
গণনাকে ঘিরে ত্রিস্তরীয়
নিরাপত্তার
ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তার
দায়িত্বে রয়েছেন
সাড়ে পাঁচ লক্ষ
নিরাপত্তারক্ষী। যদিও
বুথফেরত সমীক্ষাগুলির
অধিকাংশই ইঙ্গিত
দিচ্ছে দিল্লিতে সরকার
গড়ছে এনডিএ।
ক্ষমতা হারাচ্ছে ইউপিএ।
তাদের আসন সংখ্যাও কমছে।
তবে শেষপর্যন্ত কী হবে?
আর কিছুক্ষণ পরই স্পষ্ট
হয়ে যাবে।
Posted via Blogaway
No comments:
Post a Comment