স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টিটোয়েন্টি সিরিজের
সর্বশেষ ও সিরিজ
নিধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪৬ রানের চ্যালেঞ্জ
ছুড়ে দিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। আগের দুই
ম্যাচের ১-১ জয়ে সমতা থাকায় তৃতীয়
টিটোয়েন্টি ম্যাচের ফলই নিধারণ করবে সিরিজের
ফলাফল।
টসে হেরে অস্ট্রেলিয়ার আমন্ত্রণে ব্যাট
করতে নেমে প্রোটিয়ারা সংগ্রহ করেছে ছয়
উইকেটে ১৪৬ রান। দলের পক্ষে ৪৮ বলে পাঁচ
বাউন্ডারিতে সর্বোচ্চ ৪৯ রান করেন
রেজা হেন্ড্রিকস।
ওপেনিংয়ে ব্যাটিং করতে নামা অপর ব্যাটসম্যান
ডি কক ২৭ বলে ৪৮ রানের ঝরো ইনিংস খেলেন।
পাঁচ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।
এছাড়া ডেভিড মিলার ২৬ বলে ৩৪ রান
করে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে সর্বোচ্চ উইকেট
শকার করেন জেমস ফল্কনার। চার ওভার
বোলিং করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
এছাড়াও ডোগ বোলিংজার, ক্যামেরুন বয়সি ও প্যাট
কামিনস একটি করে উইকেট নেন।
অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকা প্রথম টিটোয়েন্টি ম্যাচ
জয় করে নিয়েছিল ৭ উইকেটে। পরের ম্যাচেই
অস্ট্রেলিয়া সফরকারীদে ৭
উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে।
ফলে তৃতীয় টিটোয়েন্টিতে সিডনি স্টেডিয়ামে ফাইনাল
ম্যাচের মতোই উত্তেজনাকর আবহ বিরাজ করছে।
সর্বশেষ ও সিরিজ
নিধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪৬ রানের চ্যালেঞ্জ
ছুড়ে দিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। আগের দুই
ম্যাচের ১-১ জয়ে সমতা থাকায় তৃতীয়
টিটোয়েন্টি ম্যাচের ফলই নিধারণ করবে সিরিজের
ফলাফল।
টসে হেরে অস্ট্রেলিয়ার আমন্ত্রণে ব্যাট
করতে নেমে প্রোটিয়ারা সংগ্রহ করেছে ছয়
উইকেটে ১৪৬ রান। দলের পক্ষে ৪৮ বলে পাঁচ
বাউন্ডারিতে সর্বোচ্চ ৪৯ রান করেন
রেজা হেন্ড্রিকস।
ওপেনিংয়ে ব্যাটিং করতে নামা অপর ব্যাটসম্যান
ডি কক ২৭ বলে ৪৮ রানের ঝরো ইনিংস খেলেন।
পাঁচ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।
এছাড়া ডেভিড মিলার ২৬ বলে ৩৪ রান
করে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে সর্বোচ্চ উইকেট
শকার করেন জেমস ফল্কনার। চার ওভার
বোলিং করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
এছাড়াও ডোগ বোলিংজার, ক্যামেরুন বয়সি ও প্যাট
কামিনস একটি করে উইকেট নেন।
অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকা প্রথম টিটোয়েন্টি ম্যাচ
জয় করে নিয়েছিল ৭ উইকেটে। পরের ম্যাচেই
অস্ট্রেলিয়া সফরকারীদে ৭
উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে।
ফলে তৃতীয় টিটোয়েন্টিতে সিডনি স্টেডিয়ামে ফাইনাল
ম্যাচের মতোই উত্তেজনাকর আবহ বিরাজ করছে।
No comments:
Post a Comment