Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 16, 2014

ছেলে এনজোকে দলে নিলেন জিদান

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের দ্বিতীয়
সারির দল [রিজার্ভ টিম] কাস্তিলা’র কোচের
দায়িত্বে আছেন ফরাসি লেজেন্ডারি ফুটবলার
জিনেদিন জিদান। আর এ দলের স্কোয়াডেই
নিজের বড়
ছেলে এনজো জিদানকে ভিড়িয়েছেন তিনি। আজ
স্পেনের লিগ পর্যায়ে একটি ম্যাচ
খেলতে যাচ্ছে কাস্তিলা। মূলত এ
ম্যাচটি সামনে রেখেই এনজোকে দলে নিলেন
কোচ জিদান। কাস্তিলা এক ঘোষণায়
একথা জানিয়েছে। খবর এএফপির
১৯ বছর বয়সী এনজো জিদান
ইতোমধ্যে ফরাসি অনূর্ধ্ব ১৯ দলে ডাক
পেয়েছেন। এতদিন পর্যন্ত রিয়াল মাদ্রিদের
তৃতীয় সারির টিমের সঙ্গে খেলেছে সে।
এখন থেকে বাবার অধীনেই কাস্তিলায়
খেলবে এনজো।
৪২ বছর বয়সী জিনেদিন জিদানের চার ছেলে।
বড় ছেলে এনজো ২০০৪ সাল থেকেই রিয়ালের
সঙ্গে সংশ্লিষ্ট। বাকি তিন ছেলে লুকা , থিও [১২]
এবং ইলিয়াজ [৮]ও ক্লাবটির সঙ্গে জড়িত আছে।
উল্লেখ্য, জিনেদিন জিদান ২০০১ সালে তখনকার
রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল
মাদ্রিদে খেলোয়াড় হিসেবে যোগ
দিয়েছিলেন। আর চলতি গ্রীষ্মে কাস্তিলার কোচ
হিসেবে নিয়োগ পান তিনি।
তবে স্পেনে কোচিং করার মতো প্রয়োজনীয়
যোগ্যতা না থাকায় গত মাসে তাকে তিন মাসের জন্য
নিষিদ্ধ করে স্পেন ফুটবল ফেডারেশন। অবশ্য
এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ফের দলটির
কোচিংয়ে ফিরে এসেছেন তিনি।

No comments: