Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, November 11, 2014

কিশোরগঞ্জের পথে খালেদা

ঢাকা : গুলশানের নিজ
বাসা থেকে সমাবেশস্থল কিশোরগঞ্জের
উদ্দেশে রওনা দিয়েছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সেখানে বেলা ৩টার দিকে স্থানীয় গুরুদয়াল
সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের
সমাবেশে ভাষণ দেবেন তিনি।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৫০
মিনিটে গুলশান থেকে কিশোরগঞ্জের
উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।
গুলশান থেকে শেরাটনমোড়-পল্টনের
কেন্দ্রীয় কার্যালয়
হয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার-কাঁচপুর ব্রিজ,
ভৈরব বাজার, দুর্জয় মোড় কুলিয়ার চর
দিয়ে কিশোরগঞ্জ যাবেন তিনি।
যাত্রাপথে গুরুত্বপূর্ণ
মোড়ে মোড়ে নেত্রীকে অভিভাদন
জানাতে রাস্তার দু’পাশে শতশত
কর্মী সমর্থকের ভিড় দেখা যায়।
দুপুরে কিশোরগঞ্জ পৌঁছে সার্কিট
হাউজে উঠবেন খালেদা। সেখান
থেকে বেলা ‍তিনটায় সমাবেশস্থলে যাবেন
এবং জনসাধারণের উদ্দেশে ভাষণ দেবেন
তিনি। সমাবেশ স্থল থেকে আবার সার্কিট
হাউজে গিয়ে সন্ধ্যা ৭টায় ঢাকার
উদ্দেশে রওনা দিবেন
বিএনপি চেয়ারপারসন।
কিশোরগঞ্জের এ জনসভা থেকেই
খালেদা জিয়া সরকার পতনের চূড়ান্ত
আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারেন
বলে মনে করছেন আয়োজকরা।
২০০৬ সালে চার দলীয় জোট সরকারের শেষ
দিকে কিশোরগঞ্জে এসেছিলেন, এটিই ছিল
প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার শেষ
কিশোরগঞ্জ সফর। দীর্ঘ ৮ বছর পর বিএনপির
চেয়ারপারসন
হিসেবে তিনি কিশোরগঞ্জে আসছেন।
তাই খালেদা জিয়ার এ সফরকে কেন্দ্র
করে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের
আমেজ বিরাজ করছে।
দলীয় সূত্র জানিয়েছে,
সমাবেশকে ঘিরে ইতোমধ্যেই সব
প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্মাণ
করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ আর শত শত
তোরণ। ব্যানার
পোস্টারে ছেয়ে গেয়ে গোটা এলাকা।
রাস্তার দুইপাশে শোভা পাচ্ছে, জনসভা সফল
করার আহ্বান জানিয়ে এবং দলীয়
প্রধানকে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের
টানানো বড় বড় প্যানাফ্লেক্স।
এদিকে, দলীয় প্রধানের
আগমনকে ঘিরে উজ্জীবিত
হয়েউঠছেঅনেকটাঝিমিয়েপড়াজেলাবিএনপি।
অনুষ্ঠানকে সফল করতে দফায় দফায়
মিটিং হচ্ছে। গঠন করা হয়েছে ৮টি উপ-
কমিটি। দলের নেতাকর্মীরা বলেছেন,
স্মরণকালের বৃহত্তম সমাবেশ ঘটানোর
লক্ষ্যে কাজ করছেন তারা।
এ জনসভায় সভাপতিত্ব করবেন
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.
শরিফুল আলম। খালেদা জিয়ার আগমন
উপলক্ষে দলের বিভিন্ন ধারায় বিভক্ত
জেলা বিএনপিকে এক করার চেষ্টাও চলছে।
আয়োজকরা বলছেন, খালেদা জিয়ার
কিশোরগঞ্জের জনসভা হবে স্মরণকালের
সবচেয়ে বড় জনসভা। এটি হবে বৃহত্তর
ময়মনসিংহের জনসভা। এ
জনসভা থেকে সরকার বিরোধী চূড়ান্ত
আন্দোলন কমূসূচি ঘোষনা আসতে পারে বলে।

No comments: