Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, November 13, 2014

বিশ্বরেকর্ড গড়ল ভারতও

ক্রীড়া ডেস্ক : কলকাতার ইডেন
গার্ডেনে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার এক
ম্যাচেই দুটি বিশ্বরেকর্ড হলো। প্রথমত,
ওয়ানডের ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত
সর্বোচ্চ রানের নজির গড়লেন রোহিত
শর্মা (২৬৪)।
অপরদিকে দল হিসেবে বিশ্বরেকর্ড গড়ল
ভারতও। বৃহস্পতিবার কলকাতার ইডেন
গার্ডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪০৪ রান
করে বিরাট কোহলির দল।
একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ৫ বার ৪০০
বা তারচেয়ে বেশি রান করেছে ভারত।
মজার বিষয় হচ্ছে, ৪০০ বা ততোধিক রান
করা ম্যাচে একবারও হারেনি তারা।
ওয়ানডের ইতিহাসে মোট ১১ বার ৪০০
বা ততোধিক রানের বেশি স্কোর
দেখেছে ক্রিকেটপ্রেমীরা। দক্ষিণ
আফ্রিকা ও শ্রীলঙ্কা ৪০০ রানের
গণ্ডি পেরিয়েছে দুইবার। একবার করে এই
কীর্তি গড়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
এক নজরে দেখে নেওয়া যাক সেই ম্যাচগুলো :
দল প্রতিপক্ষ
রান সাল
১. শ্রীলঙ্কা হল্যান্ড
৪৪৩ ২০০৬
২. দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া
৪৩৮ ২০০৬
৩. অস্ট্রেলিয়া দক্ষিণ
আফ্রিকা ৪৩৪ ২০০৬
৪. ভারত ওয়েস্ট ইন্ডিজ
৪১৮ ২০১১
৫. দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে
৪১৮ ২০০৬
৬. ভারত শ্রীলঙ্কা
৪১৪ ২০০৯
৭. ভারত বারমুডা
৪১৩ ২০০৭
৮. শ্রীলঙ্কা ভারত
৪১১ ২০০৯
৯. ভারত শ্রীলঙ্কা
৪০৪ ২০১৪
১০. নিউজিল্যান্ড আয়ারল্যান্ড
৪০২ ২০০৮
১১. ভারত দক্ষিণ আফ্রিকা
৪০১ ২০১০

No comments: