বিনোদন ডেস্ক : প্রথমদিকে মত থাকলেও খবর
ফাঁসে নারাজ সালমান খান। সালমান
খানকে বামনের চরিত্রে অভিনয়ের অফার
দিয়েছিলেন প্রযোজক-পরিচালক আনন্দ এল
রাই।
‘তনু ওয়েডস মনু’র পরবর্তী অংশের শুটিং পর্ব
সবেমাত্র শেষ করেছেন তিনি। এবার নতুন
একটি প্রজেক্ট হাতে নিয়েছেন।
তাতে সালমান খানকে বামনের রোলের
প্রস্তাব দেন তিনি।
প্রথমে সালমান খান নাকি রাজিও
হয়েছিলেন। কিন্তু কোনোভাবে খবরটা ফাঁস
হয়ে যায়। তারপর থেকেই বেঁকে বসেছেন
সালমান খান।
ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র
সূত্রটি বলেছে, তার নতুন রোলের
ব্যাপারে বেশকিছু খবর মিডিয়ায়
বিস্তারিতভাবে প্রকাশ হওয়ায় খুব
একটা খুশি নন সালমান।
তিনি চেয়েছিলেন, কী রোলে অভিনয়
করছেন, ছবিটা রিলিজ হওয়া পর্যন্ত
সেটা রহস্যই থাক। তাই
তিনি নিজেকে প্রজেক্ট
থেকে সরিয়ে নিয়েছেন।
যদিও গোটা বিষয়টি নিয়ে রাইয়ের
প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাইয়ের আগের ছবিগুলোর মতো নতুনটিও
প্রেমের গল্প নিয়ে। প্রেক্ষাপট
কোনো একটি ছোট শহর। নতুন
ছবিতে তিনি হলিউডের ভিএফএক্স বিশেষজ্ঞ
জর্জ মার্ফিকে নিয়েছেন।
‘ফরেস্ট গাম্প’, ‘ম্যাট্রিক্স রিলোডেড’,
‘জুরাসিক পার্ক’, ‘কিং কং’-এর মতো জনপ্রিয়
বিনোদনমূলক ছবিতে স্পেশাল এফেক্টের জন্য
প্রশংসা পেয়েছিলেন মার্ফি।
ফাঁসে নারাজ সালমান খান। সালমান
খানকে বামনের চরিত্রে অভিনয়ের অফার
দিয়েছিলেন প্রযোজক-পরিচালক আনন্দ এল
রাই।
‘তনু ওয়েডস মনু’র পরবর্তী অংশের শুটিং পর্ব
সবেমাত্র শেষ করেছেন তিনি। এবার নতুন
একটি প্রজেক্ট হাতে নিয়েছেন।
তাতে সালমান খানকে বামনের রোলের
প্রস্তাব দেন তিনি।
প্রথমে সালমান খান নাকি রাজিও
হয়েছিলেন। কিন্তু কোনোভাবে খবরটা ফাঁস
হয়ে যায়। তারপর থেকেই বেঁকে বসেছেন
সালমান খান।
ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র
সূত্রটি বলেছে, তার নতুন রোলের
ব্যাপারে বেশকিছু খবর মিডিয়ায়
বিস্তারিতভাবে প্রকাশ হওয়ায় খুব
একটা খুশি নন সালমান।
তিনি চেয়েছিলেন, কী রোলে অভিনয়
করছেন, ছবিটা রিলিজ হওয়া পর্যন্ত
সেটা রহস্যই থাক। তাই
তিনি নিজেকে প্রজেক্ট
থেকে সরিয়ে নিয়েছেন।
যদিও গোটা বিষয়টি নিয়ে রাইয়ের
প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাইয়ের আগের ছবিগুলোর মতো নতুনটিও
প্রেমের গল্প নিয়ে। প্রেক্ষাপট
কোনো একটি ছোট শহর। নতুন
ছবিতে তিনি হলিউডের ভিএফএক্স বিশেষজ্ঞ
জর্জ মার্ফিকে নিয়েছেন।
‘ফরেস্ট গাম্প’, ‘ম্যাট্রিক্স রিলোডেড’,
‘জুরাসিক পার্ক’, ‘কিং কং’-এর মতো জনপ্রিয়
বিনোদনমূলক ছবিতে স্পেশাল এফেক্টের জন্য
প্রশংসা পেয়েছিলেন মার্ফি।
No comments:
Post a Comment