স্পোর্টস ডেস্ক: নিষিদ্ধ ক্রিকেটারদের
ঘরোয়া ক্রিকেটে ফেরানোর নতুন সিদ্ধান্ত
নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি)।
আইসিসির দুই দিনব্যপী বোর্ড সভায় এমন সিদ্ধান্ত
নেয়া হয়েছে বলে জানা গেছে। আর এই
সুযোগে আবারও মাঠে ফিরছেন আশরাফুল।
এখন থেকে আকসু এবং সংশ্লিষ্ট বোর্ডের
অনুমতি নিয়ে নিষিদ্ধ
খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন। এর
ফলে বিশ্বকাপের আগেই পাকিস্তানের তিন
নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আমির, মোহাম্মদ
আসিফ ও সালমান বাটের ঘরোয়া ক্রিকেটে ফেরার
সম্ভাবনা তৈরি হলো। আর সেই সঙ্গে প্রায় এক বছর
মাঠের বাইরে থাকা মোহাম্মদ আশরাফুল সুযোগ
নিতে পারবেন নতুন এই আইনের।
আশরাফুলের নিষেধাজ্ঞা কমানোর বিপক্ষে অক্টোবর
মাসে বিসিবির করা আবেদন তুলে নেয়া হচ্ছে।
মঙ্গলবার এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
গত সেপ্টেম্বরে বিপিএল-এ ফিক্সিংয়ের দায়ে
দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের দেয়া আট বছরের
নিষেধাজ্ঞা কমানোর জন্য বিসিবির প্যানেল
বিচারপতি আব্দুর রশিদের
কাছে শাস্তি কমাতে আপিল করেন আশরাফুল। তারই
প্রেক্ষিতে গত মাসে নিষেধাজ্ঞা কমানো হয়। ২০
অক্টোবর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এই রায়ের
বিপক্ষে আপিল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ও আইসিসি।
সম্প্রতি দুবাই বৈঠকে আইসিসির
নীতিনির্ধারকরা খেলোয়াড়দের নিষেধাজ্ঞার
বিষয়ে নমনীয় হওয়ার জন্য নতুন আইন করে। সেই
আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত খেলোয়াড়দের শর্ত
সাপেক্ষে ঘরোয়া লিগে খেলার সুযোগ
করে দিতে পারবে সংস্লিষ্ট ক্রিকেট বোর্ড।
নিষিদ্ধ খেলোয়াড়দের প্রতি আইসিসির এমন
শিথিলতার স্পর্শ করেছে বিসিবিকেও।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাই
আশরাফুলের শাস্তি কমানোর বিপক্ষে করা আপিল
তুলে নেয়ার পক্ষপাতী। মঙ্গলবার তিনি বলেন,
‘আশরাফুলের উপর নিষেধাজ্ঞা কমানো হয়েছিল।
সেই সিদ্ধান্তে বিপক্ষে আপিল করেছিল বিসিবি ও
আইসিসি। এখন সেটা চাইলেই তুলে নিতে পারব
আমরা। ’
এছাড়া আইসিসি’র দুই দিনব্যপী বোর্ড সভায় ২০১৯
সালের বিশ্বকাপ নিয়েও সিদ্ধান্ত হয়েছে। ২০১৭
সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিং-এ
সেরা আট দল সরাসরি খেলবে মূল পর্বে। আর ৯
এবং ১০
নম্বরে থাকা দলগুলোকে খেলতে হবে বাছাই পর্বে।
সেই হিসেবে বাংলাদেশকেও
খেলতে হতে পারে ঘরের মাটিতে অনুষ্ঠিত
হতে যাওয়া বিশ্বকাপের বাছায় পর্বে।
ঘরোয়া ক্রিকেটে ফেরানোর নতুন সিদ্ধান্ত
নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি)।
আইসিসির দুই দিনব্যপী বোর্ড সভায় এমন সিদ্ধান্ত
নেয়া হয়েছে বলে জানা গেছে। আর এই
সুযোগে আবারও মাঠে ফিরছেন আশরাফুল।
এখন থেকে আকসু এবং সংশ্লিষ্ট বোর্ডের
অনুমতি নিয়ে নিষিদ্ধ
খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন। এর
ফলে বিশ্বকাপের আগেই পাকিস্তানের তিন
নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আমির, মোহাম্মদ
আসিফ ও সালমান বাটের ঘরোয়া ক্রিকেটে ফেরার
সম্ভাবনা তৈরি হলো। আর সেই সঙ্গে প্রায় এক বছর
মাঠের বাইরে থাকা মোহাম্মদ আশরাফুল সুযোগ
নিতে পারবেন নতুন এই আইনের।
আশরাফুলের নিষেধাজ্ঞা কমানোর বিপক্ষে অক্টোবর
মাসে বিসিবির করা আবেদন তুলে নেয়া হচ্ছে।
মঙ্গলবার এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
গত সেপ্টেম্বরে বিপিএল-এ ফিক্সিংয়ের দায়ে
দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের দেয়া আট বছরের
নিষেধাজ্ঞা কমানোর জন্য বিসিবির প্যানেল
বিচারপতি আব্দুর রশিদের
কাছে শাস্তি কমাতে আপিল করেন আশরাফুল। তারই
প্রেক্ষিতে গত মাসে নিষেধাজ্ঞা কমানো হয়। ২০
অক্টোবর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এই রায়ের
বিপক্ষে আপিল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ও আইসিসি।
সম্প্রতি দুবাই বৈঠকে আইসিসির
নীতিনির্ধারকরা খেলোয়াড়দের নিষেধাজ্ঞার
বিষয়ে নমনীয় হওয়ার জন্য নতুন আইন করে। সেই
আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত খেলোয়াড়দের শর্ত
সাপেক্ষে ঘরোয়া লিগে খেলার সুযোগ
করে দিতে পারবে সংস্লিষ্ট ক্রিকেট বোর্ড।
নিষিদ্ধ খেলোয়াড়দের প্রতি আইসিসির এমন
শিথিলতার স্পর্শ করেছে বিসিবিকেও।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাই
আশরাফুলের শাস্তি কমানোর বিপক্ষে করা আপিল
তুলে নেয়ার পক্ষপাতী। মঙ্গলবার তিনি বলেন,
‘আশরাফুলের উপর নিষেধাজ্ঞা কমানো হয়েছিল।
সেই সিদ্ধান্তে বিপক্ষে আপিল করেছিল বিসিবি ও
আইসিসি। এখন সেটা চাইলেই তুলে নিতে পারব
আমরা। ’
এছাড়া আইসিসি’র দুই দিনব্যপী বোর্ড সভায় ২০১৯
সালের বিশ্বকাপ নিয়েও সিদ্ধান্ত হয়েছে। ২০১৭
সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিং-এ
সেরা আট দল সরাসরি খেলবে মূল পর্বে। আর ৯
এবং ১০
নম্বরে থাকা দলগুলোকে খেলতে হবে বাছাই পর্বে।
সেই হিসেবে বাংলাদেশকেও
খেলতে হতে পারে ঘরের মাটিতে অনুষ্ঠিত
হতে যাওয়া বিশ্বকাপের বাছায় পর্বে।
No comments:
Post a Comment