Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, November 8, 2014

ফিল্মিস্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, পরে উদ্ধার: মাইক্রোবাস সহ আটক ২

অপহরণের প্রায় ১ ঘন্টার পর শনিবার
সকালে মাদারীপুর
সরকারী সুফিয়া মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ
শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করেছে মাদারীপুর
মডেল থানা পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত
মাইক্রোবাসসহ ২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, শনিবার
সকালে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয় ঐ
কলেজছাত্রী। কলেজের সামনে রাস্তায় ওঁৎ
পেতে থাকা বখাটেরা ধারালো অস্ত্রের
মুখে জিম্মি করে ফেলে। পরে ফিল্মিস্টাইলে ঐ
ছাত্রীকে মাইক্রোবাসে তোলে।
এ সময় কলেজ ছাত্রীর চিৎকার
চেচামেচিশুনেএলাকাবাসীএগিয়েআসলেবখাটেরাতাদেরও
অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যায়। এসময়
এলাকাবাসী মডেল থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ বিভিন্ন রাস্তায় অভিযান চালায়।
ঘটনার প্রায় ১ ঘন্টার পর সদর উপজেলার ঘটকচর
এলাকা থেকে পুলিশ অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার
করে।
এ সময় অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ মুল
আসামী শহরের হরিকুমারিয়া এলাকার জামাল শরীফের
ছেলে সরকারী নাজিম উদ্দিন কলেজের অর্নাসের
ছাত্র আনোয়ার শরীফ (২২) ও মাইক্রোবাসের
ড্রাইভার একই উপজেলার ঝিকরহাটি গ্রামের
আলী হোসেন বেপারীর ছেলে নয়ন বেপারীকে (২৪)
আটক করেছে।
প্রত্যক্ষদর্শী পারুল বেগম বলেন, সকালে হাটার
উদ্দ্যেশে বাড়ি থেকে বের হই। এসময় অপহৃতা ও
তার বান্ধবীদের চিৎকার
শুনেআমিএগিয়েআসলেঅপহরণকারীরাআমাকেঅস্ত্রের
ভয় দেখায় এবং আঘাত করে। পরে ঐ
ছাত্রীকে একটি সাদা রংয়ের
মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৫-৩৩-৯৯)
তুলে নিয়ে চলে যায়। তাৎক্ষণিক মাইক্রোবাসের
নম্বর দেখে রাখি। পরে মাইক্রোবাসের নম্বরসহ
বিষয়টি মাদারীপুর মডেল থানায় জানানো হয়।
থানা সূত্রে জানা গেছে,
খবরটি জানতে পেরে মাদারীপুরের পুলিশ সুপার
খোন্দকার ফরিদুল ইসলাম বেতার যন্ত্রের
মাধ্যমে তাৎক্ষণিক নির্দেশে ১ ঘন্টার মধ্যে ঢাকা-
বরিশাল মহাসড়কের মস্তফাপুরের সার্জেন্ট চন্দন
কুমারের সহযোগিতায় অপহৃতাকে উদ্ধার ও
দুইজনকে আটক করা হয়। এসময়
মাইক্রোবাসে থাকা আরো ৬/৭জন
বখাটে পালিয়ে যায়। এ ব্যাপারে মাদারীপুর মডেল
থানায় অপহরণের মামলার প্রস্ততি চলছে বলে পুলিশ
সুত্রে জানা গেছে।
মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম
জানান, ‘অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
এই ঘনটায় মাইক্রোবাসের ড্রাইভারসহ
দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।’
মাদারীপুরে আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স
বাংলাদেশের (আইডিইবি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও
গণপ্রকৌশল দিবস পালন উপলক্ষে শিনবার
দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়। মাদারীপুর
জেলা আইডিইবি ভবন প্রাঙ্গণ
থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান
সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জেলা আইডিইবির সভাপতি আ. রহিম খান।
“দক্ষতা সংস্কৃতি-জাতীয় সমৃদ্ধি” শীর্ষক
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী,
জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ
হোসেন মৃধা। এসময় আইসিটি সম্পর্কিত ভিডিও
প্রদর্শিত হয়।

No comments: