Headlines



gazitv2

w41j

gazitv

Friday, November 7, 2014

প্রিয়াংকাকে বিয়ের প্রস্তাব শাহরুখের!

বিনোদন ডেস্ক : বলিউড
অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে বিয়ের প্রস্তাব
দিয়ে বসেছিলেন কিং খান শাহরুখ। ২০১০ সালের এক
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফরমেন্স করার সময়
কৌশলে এ প্রস্তাবটি দেন তিনি। টাইমস অব
ইন্ডিয়ার খবরে জানা গেছে, প্রিয়াংকাকে উদ্দেশ
করেই শাহরুখ ‘ম্যারি মি’ সম্বোধন করেছিলেন।
জানা গেছে, প্রিয়াংকাকে এ ধরনের কথা বলার
পরক্ষণে শাহরুখ নিজেই অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরাও শাহরুখের এ ধরনের
আচরণে বিস্মিত হন। সে সময় খুব
একটা আলোচনা না হলেও তা নিয়ে সম্প্রতি আবার
আলোচনা শুরু হয়েছে শাহরুখ খানের ‘ম্যারি মি’
গানটির জন্য। অনেকে আবার ভাবতে শুরু করেছেন,
তাহলে কি গত বছরই প্রিয়াংকার প্রতি শাহরুখের
ভালোলাগা তৈরি হয়েছিল?
এদিকে প্রিয়াংকার
সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সম্প্রতি শাহরুখ ও গৌরির ২০
বছরের দাম্পত্য জীবনে ঝড় উঠেছিল। ঈদুল ফিতরের
এক পার্টিতে শাহরুখের উপস্থিতিতেই
প্রিয়াংকাকে অপমান করে বসেন স্ত্রী গৌরি।
শাহরুখের আমন্ত্রণে সেদিনের পার্টিতে উপস্থিত
ছিলেন বন্ধু অর্জুন রামপালের স্ত্রীও।

No comments: