Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 30, 2014

মেসির ঈর্ষা!

তিনি। শুধু ম্যারাডোনাকে না; ব্রাজিলের কালো মানিক
পেলে এবং বেকেনবাওয়ারকেও ঈর্ষা করেন
বিশ্বকাপে আর্জেন্টির স্বপ্নসারথী। তো কেনো এই ঈর্ষা?
মেসি বলেন, "আমি আসলেই তাদেরকে ঈর্ষা করি। কারণ
তারা আন্তর্জাতিক আঙিনা দাপিয়ে বেরিয়েছেন
স্বগৌরবে।"
মেসির কথায়ই স্পষ্ট কেনো তিনি বিশ্ব ফুটবলের তিন
তারকাকে ঈর্ষা করেন। এই তিনজনই নিজ নিজ দেশের
হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ গ্রহণ করেছেন। দেশের
জার্সি গায়ে জ্বলে উঠেছেন আগুনের মতো। পুড়ে ছাড়খাড়
করেছেন প্রতিপক্ষকে। কিন্তু
তা এখনো করতে পারেননি সময়ের সেরা ফুটবলার মেসি।
ঈর্ষা তাই হতেই পারে এই ক্ষুদে জাদুকরের।
ঈর্ষা থেকেই বিশ্বকাপে জ্বলে উঠার আশার
বাণী শুনিয়েছেন মেসি। বলেছেন, "আমি বিশ্বকাপ
জিততে চাই। গত চার বছরে আমি অনেক পরিণত হয়েছি।
অনেক কিছু শিখেছি। এবার তা কাজে লাগাতে চাই।"
ম্যারাডোনা বা পেলে দুজনই
পর¯পরকে নানা সময়ে পৃথিবীর সেরা খেলোয়াড়
বলে দাবী করেছেন। কিন্তু মেসি নিজে তা কখনোই
করেননি। নিজের নম্র-ভদ্র রূপটা সব সময়ই
সামনে রেখেছেন মেসি। তবে এবার কিছুটা হলেও নিজের
রূপ থেকে বেরিয়ে এসেছেন তিনি। বিশ্বের
সেরা ফুটবলার কে- এমন প্রশ্নের উত্তরে মেসি বলেছেন,
"তা সমর্থকরাই বাছাই করে নিবে।"
এমন মন্তব্য করে মেসি নিজের দিকেই ইঙ্গিত করেছেন।
তবে তার জন্য যে বড় কিছু করতে হবে মেসিকে।
তা তিনি ভালোই জানেন। জানেন বলেই স্পষ্ট করে কিছু
না বলে মনের ভিতর পুষছেন তীব্র জেদ। দেখা যাক,
মেসির জেদ শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপ
খরা কাটাতে পারে কিনা।


Posted via Blogaway

No comments: