Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, May 18, 2014

ফাঁস হল জাজের সাথে মাহির করা সেই অন্তঃরঙ্গ (ভিডিও)

ডেস্ক: মাহিয়া মাহি,
সময়ের বাংলা চলচিত্রের এক হট
স্যানসেশনের নাম। সম্প্রতি খবর
রটেছে মাহিয়া মাহি জাজকে গোপনে বিয়ে করে নিয়েছেন।
জাজকে কেন বিয়ে করেছেন এই
প্রশ্নের জবাব চাইলে মাহি সংবাদ
মাধ্যমকে ব্যাপারটি চেপে যাওয়ার
অনুরোধ করেন। হ্যালোটুডের
পাঠকদের জন্য আজ একটি ভিডিও
দেওয়া হল, যেখানে পর্দাতেই
মাহিহে বেশ খোলামেলা উপস্থাপন
করা হয়েছে।
যে অভিনেত্রী পর্দাতেই এত
খোলামেলা সেই অভিনেত্রী পর্দার
বাইরে কেমন হতে পারে তার বিচার
দর্শক আপনারাই করবেন।
ফেসবুকে আপনাদের মন্তব্যের জন্য
আমরা অপেক্ষা করছি। তো চলুন
দেখে নেওয়া যাক ভিডিওটি।


Posted via Blogaway

No comments: