বিনোদন ডেস্ক : সালমান
খান অনেক পরিশ্রম করে বড়
বোন ক্যাটরিনাকে করে তুলেছেন
বলিউডের নামি অভিনেত্রী।
ক্যাট সেই
কথা ভুলে গিয়ে সালমানকে ভুলে গেলেও,
সালমান কিন্তু আবার
পালন করলেন নিজের দায়িত্ব।
এক সময় সালমান
ক্যাটকে কথা দিয়েছিলেন বোন
ইসাবেলাকে সিনেমায় আনবেন।
সেই কথা মতোই নিজের
প্রোডাকশন
হাউজে তৈরি ইংরেজি ছবি ডক্টর
ক্যাবিতে ইসাবেলাকে অভিনয়ের
সুযোগ করে দিলেন সালমান।
সঙ্গে চেষ্টা করেছেন বলিউডেও
নিয়ে আসতে তাঁকে। কিন্তু
শোনা গেছে, বলিউডে আসার
ব্যাপারে সালমানকে সোজা আপত্তি জানিয়েছেন
ইসাবেলা।
ইসাবেলা জানিয়েছেন, ‘বলিউড
ছবিতে অভিনয় করার
ইচ্ছা নেই। আমি ইংরেজি ছবিতেই
ভালো আছি।’
জানা গেছে, ক্যাটরিনার
সঙ্গে ক্যারিয়ার
নিয়ে কোনো রকম
বিবাদে যেতে চান
না ইসাবেলা।
বলিউডে এলে বোনের সঙ্গে তাঁর
তুলনা হবেই সেটা ধরে নিয়েই
আপাতত বলিউড
থেকে দূরে থাকতে চান
ইসাবেলা। অন্যদিকে ক্যাটও
নাকি চান,
ইসাবেলা থাকুক বিদেশে।
বলিউডে ক্যাট প্রথম
দিকে যে লড়াইটা করেছেন
তা বোনকে করতে দিতে চান
না তিনি। আর সালমান
আপাতত, দুই বোনের
ব্যাপারে নাক গলিয়ে আছেন
ভালোই।
খান অনেক পরিশ্রম করে বড়
বোন ক্যাটরিনাকে করে তুলেছেন
বলিউডের নামি অভিনেত্রী।
ক্যাট সেই
কথা ভুলে গিয়ে সালমানকে ভুলে গেলেও,
সালমান কিন্তু আবার
পালন করলেন নিজের দায়িত্ব।
এক সময় সালমান
ক্যাটকে কথা দিয়েছিলেন বোন
ইসাবেলাকে সিনেমায় আনবেন।
সেই কথা মতোই নিজের
প্রোডাকশন
হাউজে তৈরি ইংরেজি ছবি ডক্টর
ক্যাবিতে ইসাবেলাকে অভিনয়ের
সুযোগ করে দিলেন সালমান।
সঙ্গে চেষ্টা করেছেন বলিউডেও
নিয়ে আসতে তাঁকে। কিন্তু
শোনা গেছে, বলিউডে আসার
ব্যাপারে সালমানকে সোজা আপত্তি জানিয়েছেন
ইসাবেলা।
ইসাবেলা জানিয়েছেন, ‘বলিউড
ছবিতে অভিনয় করার
ইচ্ছা নেই। আমি ইংরেজি ছবিতেই
ভালো আছি।’
জানা গেছে, ক্যাটরিনার
সঙ্গে ক্যারিয়ার
নিয়ে কোনো রকম
বিবাদে যেতে চান
না ইসাবেলা।
বলিউডে এলে বোনের সঙ্গে তাঁর
তুলনা হবেই সেটা ধরে নিয়েই
আপাতত বলিউড
থেকে দূরে থাকতে চান
ইসাবেলা। অন্যদিকে ক্যাটও
নাকি চান,
ইসাবেলা থাকুক বিদেশে।
বলিউডে ক্যাট প্রথম
দিকে যে লড়াইটা করেছেন
তা বোনকে করতে দিতে চান
না তিনি। আর সালমান
আপাতত, দুই বোনের
ব্যাপারে নাক গলিয়ে আছেন
ভালোই।
posted from Bloggeroid
No comments:
Post a Comment