Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label media news. Show all posts
Showing posts with label media news. Show all posts

Friday, July 11, 2014

দুই বিয়ের পরও নতুন প্রেমে পরেছেন আরেফিন রুমী

বিনোদন ডেস্ক : সংগীত শিল্পী আরেফিন রুমী নতুন
প্রেমে পড়েছেন। এই খবর এরই মধ্যে তার দুই
স্ত্রীর কানে পৌঁছে গেছে।
প্রথম স্ত্রী অনন্যা বর্তমান থাকতেও গত বছর
অক্টোবরে রুমি অনেকটা ঢাক-ঢোল
পিটিয়ে দ্বিতীয়বারের মত বিয়ে করেছিলেন
কামরুন্নেসাকে। একমাত্র সন্তান আরিয়ানের
দিকে চেয়ে তখন কষ্ট বুকে চেপেছিলেন অনন্যা।
রুমীর দ্বিতীয় বিয়ের ঘটনাটি মিডিয়ায় ব্যাপক
আলোচিত ও সমালোচিত হয়।
যে মেয়েটির
সাথে রুমী নতুন
প্রেমের
খেলায়
মেতে উঠেছেন
সে তার
প্রথম
স্ত্রী অনন্যার
বান্ধবী।
ছোটবেলা থেকে অনন্যার
সাথে মেয়েটির
মেলামেশা ছিল।
তিনি আবার
আরেফিন
রুমীর
গানের
একনিষ্ঠ ভক্তও।
অনন্যা এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও
নেসা রুমিকে প্রচুর বকাঝকা করেছেন। শুধু তাই নয়,
এই ঘটনাকে কেন্দ্র করে রুমী ও নেসার মধ্যে বেশ
ক’দিন কথা বলা বন্ধ ছিল।

posted from Bloggeroid

Monday, May 12, 2014

সালমানকে ‘না’ করে দিলেন ক্যাটরিনার বোন ইসাবেলা !

বিনোদন ডেস্ক : সালমান
খান অনেক পরিশ্রম করে বড়
বোন ক্যাটরিনাকে করে তুলেছেন
বলিউডের নামি অভিনেত্রী।
ক্যাট সেই
কথা ভুলে গিয়ে সালমানকে ভুলে গেলেও,
সালমান কিন্তু আবার
পালন করলেন নিজের দায়িত্ব।
এক সময় সালমান
ক্যাটকে কথা দিয়েছিলেন বোন
ইসাবেলাকে সিনেমায় আনবেন।
সেই কথা মতোই নিজের
প্রোডাকশন
হাউজে তৈরি ইংরেজি ছবি ডক্টর
ক্যাবিতে ইসাবেলাকে অভিনয়ের
সুযোগ করে দিলেন সালমান।
সঙ্গে চেষ্টা করেছেন বলিউডেও
নিয়ে আসতে তাঁকে। কিন্তু
শোনা গেছে, বলিউডে আসার
ব্যাপারে সালমানকে সোজা আপত্তি জানিয়েছেন
ইসাবেলা।
ইসাবেলা জানিয়েছেন, ‘বলিউড
ছবিতে অভিনয় করার
ইচ্ছা নেই। আমি ইংরেজি ছবিতেই
ভালো আছি।’
জানা গেছে, ক্যাটরিনার
সঙ্গে ক্যারিয়ার
নিয়ে কোনো রকম
বিবাদে যেতে চান
না ইসাবেলা।
বলিউডে এলে বোনের সঙ্গে তাঁর
তুলনা হবেই সেটা ধরে নিয়েই
আপাতত বলিউড
থেকে দূরে থাকতে চান
ইসাবেলা। অন্যদিকে ক্যাটও
নাকি চান,
ইসাবেলা থাকুক বিদেশে।
বলিউডে ক্যাট প্রথম
দিকে যে লড়াইটা করেছেন
তা বোনকে করতে দিতে চান
না তিনি। আর সালমান
আপাতত, দুই বোনের
ব্যাপারে নাক গলিয়ে আছেন
ভালোই।

posted from Bloggeroid