Headlines



gazitv2

w41j

gazitv

Friday, July 11, 2014

দুই বিয়ের পরও নতুন প্রেমে পরেছেন আরেফিন রুমী

বিনোদন ডেস্ক : সংগীত শিল্পী আরেফিন রুমী নতুন
প্রেমে পড়েছেন। এই খবর এরই মধ্যে তার দুই
স্ত্রীর কানে পৌঁছে গেছে।
প্রথম স্ত্রী অনন্যা বর্তমান থাকতেও গত বছর
অক্টোবরে রুমি অনেকটা ঢাক-ঢোল
পিটিয়ে দ্বিতীয়বারের মত বিয়ে করেছিলেন
কামরুন্নেসাকে। একমাত্র সন্তান আরিয়ানের
দিকে চেয়ে তখন কষ্ট বুকে চেপেছিলেন অনন্যা।
রুমীর দ্বিতীয় বিয়ের ঘটনাটি মিডিয়ায় ব্যাপক
আলোচিত ও সমালোচিত হয়।
যে মেয়েটির
সাথে রুমী নতুন
প্রেমের
খেলায়
মেতে উঠেছেন
সে তার
প্রথম
স্ত্রী অনন্যার
বান্ধবী।
ছোটবেলা থেকে অনন্যার
সাথে মেয়েটির
মেলামেশা ছিল।
তিনি আবার
আরেফিন
রুমীর
গানের
একনিষ্ঠ ভক্তও।
অনন্যা এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও
নেসা রুমিকে প্রচুর বকাঝকা করেছেন। শুধু তাই নয়,
এই ঘটনাকে কেন্দ্র করে রুমী ও নেসার মধ্যে বেশ
ক’দিন কথা বলা বন্ধ ছিল।

posted from Bloggeroid

No comments: