বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃত্বিক রোশন তার
আগামী মুভির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন,
এমনটাই শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। ‘কৃশ ৩’ এর এই
সুপারস্টারের আশুতোষ গোয়ারিকারের আসন্ন ঐতিহাসিক
মুভি ‘মহেঞ্জোদাড়ো’ জন্য পারিশ্রমিক
ছাপিয়ে গেছে বলিউডের অন্য সব তারকার পারিশ্রমিককে।
হৃত্বিকের এই পারিশ্রমিকের খবর ছড়িয়ে যাওয়ার পরেই
চাঞ্চল্য তৈরি হয়েছে চলচ্চিত্র মহলে। এখনো পর্যন্ত
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা ছিলেন
আমীর খান। এরপর শাহরুখ খান ও সালমান খান।
বিশ্বস্ত সূত্রের তরফে জানা যায়, মুভিটির পরিচালক
আসুতোষ
গোয়ারিকা শ্যুটিংয়ের
জন্য
একটি নামকরা স্টুডিওর
সঙ্গে আলোচনা শুরু
করেছেন
এবং হৃত্বিককে কিভাবে পারিশ্রমিক
দেওয়া হবে তা নিয়েও
আলোচনা হয়েছে।
মুভিটির
খরচ
সম্পর্কে অভিজ্ঞ
আমোদ
মেহরা জানিয়েছেন,
‘
উক্ত পারিওশ্রমিক হৃত্বিককে ভারতের
সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকায় পরিণত
করেছে এবং ‘মহেঞ্জোদারো’ সম্ভবত এখন পর্যন্ত
ভারতের সর্বোচ্চ ব্যয়বহুল মুভি হিসেবে প্রতিপন্ন হবে।‘
তবে এই বিষয়ে হৃত্বিক রোশন এখনো পর্যন্ত
কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, আর কয়েকদিন পরই
হৃত্বিক ও ক্যাটরিনা জুটির মুভি ‘ব্যাং ব্যাং’ মুক্তি পাবে।
আগামী মুভির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন,
এমনটাই শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। ‘কৃশ ৩’ এর এই
সুপারস্টারের আশুতোষ গোয়ারিকারের আসন্ন ঐতিহাসিক
মুভি ‘মহেঞ্জোদাড়ো’ জন্য পারিশ্রমিক
ছাপিয়ে গেছে বলিউডের অন্য সব তারকার পারিশ্রমিককে।
হৃত্বিকের এই পারিশ্রমিকের খবর ছড়িয়ে যাওয়ার পরেই
চাঞ্চল্য তৈরি হয়েছে চলচ্চিত্র মহলে। এখনো পর্যন্ত
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা ছিলেন
আমীর খান। এরপর শাহরুখ খান ও সালমান খান।
বিশ্বস্ত সূত্রের তরফে জানা যায়, মুভিটির পরিচালক
আসুতোষ
গোয়ারিকা শ্যুটিংয়ের
জন্য
একটি নামকরা স্টুডিওর
সঙ্গে আলোচনা শুরু
করেছেন
এবং হৃত্বিককে কিভাবে পারিশ্রমিক
দেওয়া হবে তা নিয়েও
আলোচনা হয়েছে।
মুভিটির
খরচ
সম্পর্কে অভিজ্ঞ
আমোদ
মেহরা জানিয়েছেন,
‘
উক্ত পারিওশ্রমিক হৃত্বিককে ভারতের
সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকায় পরিণত
করেছে এবং ‘মহেঞ্জোদারো’ সম্ভবত এখন পর্যন্ত
ভারতের সর্বোচ্চ ব্যয়বহুল মুভি হিসেবে প্রতিপন্ন হবে।‘
তবে এই বিষয়ে হৃত্বিক রোশন এখনো পর্যন্ত
কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, আর কয়েকদিন পরই
হৃত্বিক ও ক্যাটরিনা জুটির মুভি ‘ব্যাং ব্যাং’ মুক্তি পাবে।
posted from Bloggeroid
No comments:
Post a Comment