Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, July 9, 2014

‘লুঙ্গি ডান্স’কে পিছনে ফেলার সব আয়োজনই করে ফেলেছেন সালমান- নার্গিস!

িনোদন ডেস্ক: সালমানের আপকামিং সিনেমার
গানে নার্গিস ফাকরির উপস্থিতি নিয়ে বেশ গুঞ্জন
তৈরি হলেও সম্প্রতি জানা যায়, কিক’এর সেই গানটিই
এবার রিলিজ হতে যাচ্ছে। এই গানে সালমানের
সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে নার্গিসকে।
নতুন এই গানটির নাম ‘ডেভিল সং’। গানটি গেয়েছেন
ইয়ো ইয়ো হানি সিং। জানা যায়, শাহরুখের
‘লুঙ্গি ডান্স’কে পিছনে ফেলার সব আয়োজনই
করে ফেলেছেন সালমান। নতুন এই গানে স্মোকি ও বোল্ড
চেহারাতেও দেখা যাবে নার্গিসকে।
শোনা যাচ্ছে এই
গানে সালমানের
সঙ্গে নার্গিসের
রসায়নও
নাকি বেশ
ভালো আর
সে কারণে আরবাজের
আগামী সিনেমাতেও
নার্গিসকে নিতে চলেছেন
সালমান।
“ফাটা পোস্টার
নিকলা হিরো”
সিনেমাতে ‘ধাতিং নাচ’
দেখিয়ে দর্শককে নাচতে বাধ্য
করেছিলেন
নার্গিস।
এবার দেখার পালা ‘কিক’ সিনেমাতে নতুন কী রসায়ন যোগ
করেন তিনি।

posted from Bloggeroid

No comments: