রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির
লংগদু উপজেলায় হাফেজ ইমাম হোসেন
(৩৫) নামে মসজিদের এক
ইমামকে গুলি করে হত্যা করেছে স্থানীয়
এক কিশোর।
আজ বিকেল সাড়ে চারটার দিকে এ
ঘটনা ঘটে। তিনি উপজেলার বগাচত্বর
ইউনিয়নের রাঙীপাড়া ৩ নম্বর
হেলিপ্যাড মসজিদের ইমাম ছিলেন।
পুলিশ ও স্থানীয়
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল
সাড়ে চারটার দিকে হাফেজ ইমাম
হোসেনকে গুলি করে তারই সাবেক ছাত্র
আল আমিন (১৩)। পরে গুরুতর আহত অবস্থায়
তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে আনা হলে সেখানে চিকিসাধীন
অবস্থায় মৃত্যুবরণ করে তিনি।
এলাকাবাসী ঘাতক
কিশোরকে আটক
করে পুলিশে সোপর্দ
করেছে।
লংগদু
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি)
অঞ্জন
কুমার
দেব
ঘটনার
সত্যতা নিশ্চিত
করে জানান,
ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে।
গুলি করার
ঘতনা রহস্যজনক , তবে কি কারণে এ ঘটনা ঘটেছে,
তা তদন্ত না করে বলা যাবে না।
লংগদু উপজেলায় হাফেজ ইমাম হোসেন
(৩৫) নামে মসজিদের এক
ইমামকে গুলি করে হত্যা করেছে স্থানীয়
এক কিশোর।
আজ বিকেল সাড়ে চারটার দিকে এ
ঘটনা ঘটে। তিনি উপজেলার বগাচত্বর
ইউনিয়নের রাঙীপাড়া ৩ নম্বর
হেলিপ্যাড মসজিদের ইমাম ছিলেন।
পুলিশ ও স্থানীয়
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল
সাড়ে চারটার দিকে হাফেজ ইমাম
হোসেনকে গুলি করে তারই সাবেক ছাত্র
আল আমিন (১৩)। পরে গুরুতর আহত অবস্থায়
তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে আনা হলে সেখানে চিকিসাধীন
অবস্থায় মৃত্যুবরণ করে তিনি।
এলাকাবাসী ঘাতক
কিশোরকে আটক
করে পুলিশে সোপর্দ
করেছে।
লংগদু
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি)
অঞ্জন
কুমার
দেব
ঘটনার
সত্যতা নিশ্চিত
করে জানান,
ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে।
গুলি করার
ঘতনা রহস্যজনক , তবে কি কারণে এ ঘটনা ঘটেছে,
তা তদন্ত না করে বলা যাবে না।
posted from Bloggeroid
No comments:
Post a Comment