জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত শাহীন
সুমনের ভালোবাসার রং ছবির
মাধ্যমে মাহির রূপালী পর্দায় অভিষেক হয়।
এরপর আর বসে থাকতে হয়নি এই
প্রিয়দর্শিনী অভিনেত্রীকে। একের পর এক
ছবিতে অভিনয় করে বর্তমান প্রজন্মের
জনপ্রিয় নায়িকাতে পরিণত হয়েছেন তিনি।
চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক ফ্যান
পেইজ ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক
স্বীকৃতি দিয়েছে। ১৬ আগস্ট রাত ২টায়
পেইজটি ভেরিফাইড করে ফেসবুক। আর এই
স্বীকৃতিকে ভক্তদের উৎসর্গ করেছেন এই
নায়িকা। এই নিয়ে মাহি দারুণ উচ্ছ্বাসিত।
মাহির ফেসবুক পেইজে এখন পর্যন্ত লাইক
দিয়েছেন ১,০৪,৪০৬-এরও অধিক ফ্যান।
তিনি বলেন, খুবই ভালো লাগছে।
ফেসবুকে আমার নামে অনেক ভুয়া পেইজ ছিল,
যার ফলে অনেক সময় অনেক বিব্রতকর
পরিস্থিতিতে পড়তে হতো। এখন এই স্বীকৃতির
ফলে নিজেকে অনেক নিরাপদ মনে হচ্ছে।
এখন এই ধরনের অনাকাক্সিত বিড়ম্বনায়
পড়তে হবে না। আর ভক্তদের ভালোবাসায়
আমি আজকের এই মাহি। ফেসবুকের এই
স্বীকৃতি আমি তাদের উৎসর্গ করলাম।
মাহি বর্তমানে কাজ করছেন জাকির হোসেন
রাজুর অনেক দামে কেনা ও সাফি উদ্দিন
সাফিরওয়ার্নিং। আগামী মাস
থেকে মাহি তার নিজের প্রযোজিত ছবির
শুটিং শুরু করবেন। জাকির হোসেন রাজু
পরিচালিত ছবিতে মাহির বিপরীতে সম্পূর্ণ
নতুন একজন নায়ক থাকবেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম
তারকা হিসেবে পড়শির ফেসবুক পেইজ
ভেরিফাইড হয়। বর্তমানে ৮০টির অধিক
বাংলাদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফেসবুক
পেইজ ভেরিফাইড হয়েছে।
সুমনের ভালোবাসার রং ছবির
মাধ্যমে মাহির রূপালী পর্দায় অভিষেক হয়।
এরপর আর বসে থাকতে হয়নি এই
প্রিয়দর্শিনী অভিনেত্রীকে। একের পর এক
ছবিতে অভিনয় করে বর্তমান প্রজন্মের
জনপ্রিয় নায়িকাতে পরিণত হয়েছেন তিনি।
চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক ফ্যান
পেইজ ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক
স্বীকৃতি দিয়েছে। ১৬ আগস্ট রাত ২টায়
পেইজটি ভেরিফাইড করে ফেসবুক। আর এই
স্বীকৃতিকে ভক্তদের উৎসর্গ করেছেন এই
নায়িকা। এই নিয়ে মাহি দারুণ উচ্ছ্বাসিত।
মাহির ফেসবুক পেইজে এখন পর্যন্ত লাইক
দিয়েছেন ১,০৪,৪০৬-এরও অধিক ফ্যান।
তিনি বলেন, খুবই ভালো লাগছে।
ফেসবুকে আমার নামে অনেক ভুয়া পেইজ ছিল,
যার ফলে অনেক সময় অনেক বিব্রতকর
পরিস্থিতিতে পড়তে হতো। এখন এই স্বীকৃতির
ফলে নিজেকে অনেক নিরাপদ মনে হচ্ছে।
এখন এই ধরনের অনাকাক্সিত বিড়ম্বনায়
পড়তে হবে না। আর ভক্তদের ভালোবাসায়
আমি আজকের এই মাহি। ফেসবুকের এই
স্বীকৃতি আমি তাদের উৎসর্গ করলাম।
মাহি বর্তমানে কাজ করছেন জাকির হোসেন
রাজুর অনেক দামে কেনা ও সাফি উদ্দিন
সাফিরওয়ার্নিং। আগামী মাস
থেকে মাহি তার নিজের প্রযোজিত ছবির
শুটিং শুরু করবেন। জাকির হোসেন রাজু
পরিচালিত ছবিতে মাহির বিপরীতে সম্পূর্ণ
নতুন একজন নায়ক থাকবেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম
তারকা হিসেবে পড়শির ফেসবুক পেইজ
ভেরিফাইড হয়। বর্তমানে ৮০টির অধিক
বাংলাদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফেসবুক
পেইজ ভেরিফাইড হয়েছে।
posted from Bloggeroid
No comments:
Post a Comment