স্পোর্টস ডেস্ক : মাইলফলকের ম্যাচে বেশ
দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বার্সেলোনা। ঘরের
মাঠ নু ক্যাম্পে ঘড়ির কাঁটায় ৭৮ মিনিট পর্যন্ত
ভালো খেলেও গোলের দেখা পায়নি লিওনেল
মেসি ও তার সতীর্থরা। অবশ্য শেষ পর্যন্ত
কোনো অঘটন বা দূর্ঘট ঘটেনি। শনিবার স্প্যানিশ
লা লিগার ম্যাচে ব্রাজিলিয়ান সেনসেশন
নেইমারের পাঁচ মিনিটের ঝড়ে অ্যাথলেটিক
ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। যখন
গোলহীন থেকেও আলো ছড়িয়েছেন মেসিও।
গেল ১১ সেপ্টেম্বর স্পেনের কাতালনিয়ার
প্রদেশের্ স্বাধীনতা দিবস ছিল, যারা ইউরোপের
দেশটি থেকে বিচ্ছিন্ন হতে চায়। পৃথিবীর
মানচিত্রে আত্মপ্রকাশ করতে চায় নতুন
জাতি হিসেবে। সারা বিশ্বে নিজেদের
স্বাধীনতা আঙ্খাকার এই বার্তা পৌঁছে দিতেই
শনিবারের ম্যাচে ‘অ্যাওয়ে কিট’
পরে খেলতে নেমেছিল বার্সা। অবশ্য পরিচিত
মেরুন জার্সি না পরলেও লিওনেল মেসি-আন্দ্রেস
ইনিয়েস্তাদের খুব সহজেই চেনা গেছে।
ন্যু ক্যাম্পে বলের পজেশন ও আক্রমণাত্মক ফুটবলের
সমাহার প্রথম থেকেই ছিল। তবে কাঙ্খিত গোলের
দেখা পাচ্ছিলো না বার্সা। শেষে ৭৯ মিনিটে এই
অচলাবস্থা ভাঙে। নেইমার-
মেসি যুগলবন্দিতে আনন্দ উল্লাস ওঠে বার্সার হোম
ভেন্যুতে। এরপর প্রথম গোলের সুভাস
থাকতে থাকতেই নেইমারের পায়েই আসে দ্বিতীয়
গোল। ৮৪ মিনিটে সেই মেসির পাস থেকেই
কাতালনদের হয়ে দ্বিতীয় গোলটিও করেন
নেইমার।
এই জয়ে তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ নয় পয়েন্ট
নিয়ে লা লিগার শীর্ষে বার্সা। দুই ম্যাচে চার
পয়েন্ট নিয়ে দুইয়ে ভ্যালেন্সিয়া। এরপর
টেবিলের পরের পাঁচটি স্থান
যথাক্রমে সেল্টা ভিগো, গ্রানাডা, সেভিয়া,
অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ।
দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বার্সেলোনা। ঘরের
মাঠ নু ক্যাম্পে ঘড়ির কাঁটায় ৭৮ মিনিট পর্যন্ত
ভালো খেলেও গোলের দেখা পায়নি লিওনেল
মেসি ও তার সতীর্থরা। অবশ্য শেষ পর্যন্ত
কোনো অঘটন বা দূর্ঘট ঘটেনি। শনিবার স্প্যানিশ
লা লিগার ম্যাচে ব্রাজিলিয়ান সেনসেশন
নেইমারের পাঁচ মিনিটের ঝড়ে অ্যাথলেটিক
ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। যখন
গোলহীন থেকেও আলো ছড়িয়েছেন মেসিও।
গেল ১১ সেপ্টেম্বর স্পেনের কাতালনিয়ার
প্রদেশের্ স্বাধীনতা দিবস ছিল, যারা ইউরোপের
দেশটি থেকে বিচ্ছিন্ন হতে চায়। পৃথিবীর
মানচিত্রে আত্মপ্রকাশ করতে চায় নতুন
জাতি হিসেবে। সারা বিশ্বে নিজেদের
স্বাধীনতা আঙ্খাকার এই বার্তা পৌঁছে দিতেই
শনিবারের ম্যাচে ‘অ্যাওয়ে কিট’
পরে খেলতে নেমেছিল বার্সা। অবশ্য পরিচিত
মেরুন জার্সি না পরলেও লিওনেল মেসি-আন্দ্রেস
ইনিয়েস্তাদের খুব সহজেই চেনা গেছে।
ন্যু ক্যাম্পে বলের পজেশন ও আক্রমণাত্মক ফুটবলের
সমাহার প্রথম থেকেই ছিল। তবে কাঙ্খিত গোলের
দেখা পাচ্ছিলো না বার্সা। শেষে ৭৯ মিনিটে এই
অচলাবস্থা ভাঙে। নেইমার-
মেসি যুগলবন্দিতে আনন্দ উল্লাস ওঠে বার্সার হোম
ভেন্যুতে। এরপর প্রথম গোলের সুভাস
থাকতে থাকতেই নেইমারের পায়েই আসে দ্বিতীয়
গোল। ৮৪ মিনিটে সেই মেসির পাস থেকেই
কাতালনদের হয়ে দ্বিতীয় গোলটিও করেন
নেইমার।
এই জয়ে তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ নয় পয়েন্ট
নিয়ে লা লিগার শীর্ষে বার্সা। দুই ম্যাচে চার
পয়েন্ট নিয়ে দুইয়ে ভ্যালেন্সিয়া। এরপর
টেবিলের পরের পাঁচটি স্থান
যথাক্রমে সেল্টা ভিগো, গ্রানাডা, সেভিয়া,
অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ।
posted from Bloggeroid
No comments:
Post a Comment