Headlines



gazitv2

w41j

gazitv

Monday, September 1, 2014

তারেক রহমানের স্ত্রী চাকরি থেকে বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আইন সবার
জন্যই সমান। আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে (জোবাইদা)
বরখাস্ত করে দেয়া হয়েছে।
দীর্ঘদিন বিদেশে অবস্থান করা জোবাইদার
বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- এক এমপির এমন
প্রশ্নের জবাবে আজ সোমবার সংসদে স্বাস্থ্যমন্ত্রী এ
কথা বলেন।
প্রায় ছয় বছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় তারেক
রহমানের স্ত্রী ডা.
জোবাইদা রহমানকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।
২০১১ সালের ১১ অক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর ছিল
জোবাইদার। এরপর স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার
কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার
ছুটি বাড়ানোর আবেদন করেন তিনি। মন্ত্রণালয়ের
কাছে এই আবেদনটি ‘যৌক্তিক’ মনে না হওয়ায় ছুটি মঞ্জুর
করা হয়নি।

posted from Bloggeroid

No comments: