Headlines



gazitv2

w41j

gazitv

Monday, September 1, 2014

নায়িকা তানিশা মির্জা আত্মহত্যার চেষ্টা!

বিনোদন ডেস্ক : সেলিব্রেটি’ চলচ্চিত্রের
নায়িকা তানিশা মির্জা আত্মহত্যার
চেষ্টা করেছেন। সোমবার বিকেল ৪টার
দিকে রাজধানীর মেরুল বাড্ডায় নিজ বাসায়
তিনি ১৪টি ঘুমের ওষুধ খান। এই খবর
পেয়ে ‘সেলিব্রেটি’ চলচ্চিত্রের পরিচালক
সাজ্জাদ হোসেন বাসায় যান। সন্ধ্যায়
তাকে নিকটস্থ এশিয়ান হাসপাতালে ভর্তি করান।
সাজ্জাদ হোসেন বলেন, ‘তানিশার এক বন্ধুর
সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে এই
আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি।
বর্তমানে তানিশা ডা. সাইদের নিকট
চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তানিশার পরিবারের সবাই
ঢাকার বাইরে থাকেন। আর তিনি মেরুল বাড্ডায়
একা থাকতেন।’
এদিকে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে,
‘সেলিব্রেটি’ চলচ্চিত্রটি তানিশার প্রথম ছবি।
এই ছবি নিয়ে তানিশার অনেক স্বপ্ন ছিল।
এমনকি সিনেমাটির কাহিনী, সংলাপ, গানও
লিখেছেন নায়িকা তানিশা। কিন্তু অনেকেই
তানিশার স্বপ্নকে পুঁজি করে তাকে ব্যবহার করার
চেষ্টা করেছেন। এ কারণে বেশকিছুদিন
ধরে তানিশা বিষন্নতায় ভুগছিলেন।

posted from Bloggeroid

No comments: