Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, October 19, 2014

অপু’র শাকের আঁটি হয়ে বেকারত্বের পথে শাকিব খান !

বিনোদন ডেস্ক : শাকিবের হাতে এখন নতুন কোন
সিনেমা নেই। হাতে মাত্র নির্মাণাধীন
পাঁচটি সিনেমা। এগুলোর কোনটির কাজ শেষ
পর্যায়ে, কোনটির কাজ অর্ধেক হয়েছে। নতুন কোন
সিনেমা তিনি পাচ্ছেন না। এই
পাঁচটি নির্মাণাধীন সিনেমাই এখন শাকিবের
হাতের পাঁচ হয়ে রয়েছে। মজার বিষয় হচ্ছে, এ
সিনেমাগুলো নিয়েই শাকিব এমন ভাব দেখাচ্ছেন
যে, তার হাতে কোন সিডিউল নেই। তার এই ভাবের
যন্ত্রণায় পড়ে পাঁচ নির্মাতাই এখন বিপাকে।
তাদেরকে শাকিব জিম্মি করে রেখেছেন
বলে অভিযোগ উঠেছে। নির্মাতাদের অভিযোগ নতুন
সিনেমা করতে না পেরে শাকিব এখন বেকার
হতে বসেছেন। পাঁচটি সিনেমার অল্প কিছু
শূটিং করে শেষ করে ফেললে, তিনি পুরোপুরি বেকার
হয়ে যাবেন। এ পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়,
তাই পাঁচ নির্মাতাকেই তিনি সিডিউল
নিয়ে ঘুরাচ্ছেন। আর নতুন সিনেমার জন্য বিভিন্ন
পরিচালক-প্রযোজকের কাছে ধর্ণা দিচ্ছেন।
তবে তেমন সাড়া পাচ্ছেন না। তার
চাহিদা কমে যাওয়ায় নির্মাতারাও এখন আর
তাকে নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন
না। তবে শাকিব সম্প্রতি জোর
করে একটি সিনেমা আদায় করে নিয়েছেন।
পরিচালক-প্রযোজক মোহাম্মদ হোসেনের
পরবর্তী সিনেমায় অভিনয়ের জন্য শাকিব
তাকে যারপরনাই অনুরোধ-উপরোধ করে চুক্তিবদ্ধ
হন। মোহাম্মদ হোসেনের সব শর্ত নাকি শাকিব
মেনে নেন। গোল বাঁধে অন্য জায়গায়, মোহাম্মদ
হোসেন শাকিবের বিপরীতে অন্য নায়িকা নিলে অপু
বিশ্বাস বাধা হয়ে দাঁড়ায়।
ফিল্মি পাড়ায় জোর গুঞ্জন চলছে, অপু বিশ্বাস
নাকি এখন আর শাকিবকে অন্য নায়িকার
সাথে অভিনয় করতে দেন না। নায়ক হলে নাকি তার
বিপরীতেই হতে হবে। ইতোমধ্যে অন্য নায়িকাদের
নায়ক হওয়ায় অপু শাকিবকে আচ্ছা রকমে শাসন
করেছেন বলে তাদের ঘনিষ্ট সূত্র জানায়। অপু কেন
শাকিবকে অন্য নায়িকাদের সাথে অভিনয়
করতে দেন না,
তা নিয়ে চলচ্চিত্রাঙ্গণে দীর্ঘদিন ধরেই
নানা কানাঘুষা রয়েছে। কেউ বলেন তাদের
বিয়ে হয়ে গেছে। ফলে অপু শাকিবকে অন্য
নায়িকাদের সাথে অভিনয় করা সহ্য করতে পারেন
না। অন্যদিকে এই আলোচনাও রয়েছে, শাকিব
ছাড়া অপু অচল। নায়িকা অপুর নিজস্ব কোন অবস্থান
গড়ে উঠেনি। শাকিব আছে তো অপু আছে। এই যেমন
শাকিব প্রায় বেকার হয়ে পড়ায় অপুও বেকার
হয়ে পড়েছে। এখন শাকিবের হয়েছে জ্বালা।
একদিকে নতুন কোন সিনেমা পাচ্ছেন না, অনুরোধ-
টনুরোধ করে একটি-দুটি সিনেমা নিলেও
তাতে বাগড়া দিয়ে বসছে অপু। এখন শাকিবের
হয়েছে কূল রাখি না শ্যাম রাখি অবস্থা। নিজের
ক্যারিয়ার বাঁচাতেই হিমশিম খেতে হচ্ছে, তার
উপর শাকের আঁটি হয়ে আছেন অপু।

No comments: