Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, October 18, 2014

পদবঞ্চিত ছাত্রদল নেতাদের ধাওয়া খেলেন মির্জা ফখরুল

ঢাকা : ছাত্রদলের শতাধিক পদবঞ্চিত নেতা-
কর্মী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধর ধর
বলে ধাওয়া দিয়েছেন।
শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের
সামনে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক
আনিসুর রহমান তালুকদার খোকনের
নেতৃত্বে ধাওয়া দেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ
সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে দ্রুত
কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে নেন বিএনপি নেতা-
কর্মীরা।
এরপর দুপুর ১টা ৫০ মিনিটে মির্জা ফখরুল
কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে নিজ বাসার
দিকে রওয়ানা দিলে বিক্ষুব্ধ নেতা-
কর্মীরা তাকে ঘিরে ধরেন।
মির্জা ফখরুলকে অবরুদ্ধ করে ছাত্রদলের পদবঞ্চিত
নেতা-কর্মীরা নবনির্বাচিত কমিটি প্রত্যাখ্যান
করে স্লোগান দেন।
ছাত্রদলের নতুন নেতাদের প্রতিহত
করতে পদবঞ্চিত নেতাকর্মীরা লাঠি মিছিল,
আলটিমেটাম দিয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্পসহ
লাঠিসোটা নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের
সামনে থেকে মিছিলটি বের করেন। ওই এলাকার
আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে ঘুরে ফের
বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, ছাত্রদলের ২০১ সদস্য বিশিষ্ট নতুন
কমিটি ঘোষণার পর থেকে নয়াপল্টনে পদবঞ্চিত
নেতা-কর্মীরা বিক্ষোভ করে আসছেন।
অন্যদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েও মিছিল
করেছে ছাত্রদলের নতুন কমিটির সমর্থক নেতা-
কর্মীরা।

No comments: