Headlines



gazitv2

w41j

gazitv

Friday, October 17, 2014

‘এইসব দিনরাত্রি’ নাটকের ‘টুনি’র আত্মহত্যা

বিনোদন ডেস্ক: কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন
আহমেদের ‘এইসব দিনরাত্রি’ নাটকে টুনি চরিত্রের
অভিনেত্রী নায়ার সুলতানা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর
গুলশানে নিজ বাসায় আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গুলশান থানা পুলিশের একটি দল
ফোন পেয়ে, বাসা থেকে নায়ারের লাশ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা নায়ার বিষপান
করে আত্মহত্যা করেছেন। যদিও মৃতদেহের গলার ডান
দিকে ও বাম হাতের কবজিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এদিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নায়ারের
স্বামী আলী আমিনের বিরুদ্ধে তার মা রাজিয়া সুলতানা রাতেই
গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযোগ দায়েরের
পরপরই নায়ারের স্বামীকে গুলশানের বাসার কাছ
থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান,
পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই নায়ার
আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিয়ের পর থেকেই
স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিলো না। ফলে প্রায়ই
স্বামী আলী আমিন তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন
করত।
অভিনেত্রী নায়ারের আনহা আমিন ও আজারি আমিন
নামে দুটি সন্তান রয়েছে।
উল্লেখ্য, বিটিভিতে প্রচারিত ‘এইসব দিনরাত্রি’ নাটকের
টুনি চরিত্রের প্রাণ রক্ষার্থে অনেকেই তখন হুমায়ূন
আহমেদকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন। অথচ
অনেকটা নীরবেই অভিমান নিয়ে চলে গেলেন তিনি।

No comments: