স্পোর্টস ডেস্ক: উড়ছেই যেন বাংলাদেশের
মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের
ফুটবলের
বাছাইপর্বের ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচেই
শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়েছিল
তারা। এবার আরেক আরব্য প্রতিপক্ষ আরব
আমিরাতের বিপক্ষে ৫-০
গোলে এগিয়ে বাংলাদেশের অনুর্ধ্ব-১৬
মেয়েরা।
সানজিদা এবং বিপাশার জোড়া গোল,
সঙ্গে কৃষ্ণা রানী সরকারের গোলে ৭০ মিনিট
পর্যন্ত ৫-০ ব্যবধানে এগিয়ে মণিকা চাকমার
দল।
প্রথমার্ধে আধিপত্য বজায় রেখেই
খেলেছে বাংলাদেশের মেয়েরা। বেশিরভাগ
সময়
বল ছিল বাংলাদেশের দখলে। ৫
মিনিটে দলকে এগিয়ে দেয় বিপাশা মালি। ৮
মিনিটেই জোরালো এক শটে ব্যবধান দ্বিগুণ
করে আগের ম্যাচের নায়ক সানজিদা আক্তার।
২৩ মিনিটে আবারও সেই সানজিদা। দুর্দান্ত
পারফরম্যান্স দেখানো এ ফরোয়ার্ডের
আলতো টোকায় ৩-০ হয় স্কোরলাইন। ৪৩
মিনিটে ৪-০
করে ফেলে কৃষ্ণা রানী সরকার। ৬৮
মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম
গোলটি করেন বিপাশা।
মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের
ফুটবলের
বাছাইপর্বের ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচেই
শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়েছিল
তারা। এবার আরেক আরব্য প্রতিপক্ষ আরব
আমিরাতের বিপক্ষে ৫-০
গোলে এগিয়ে বাংলাদেশের অনুর্ধ্ব-১৬
মেয়েরা।
সানজিদা এবং বিপাশার জোড়া গোল,
সঙ্গে কৃষ্ণা রানী সরকারের গোলে ৭০ মিনিট
পর্যন্ত ৫-০ ব্যবধানে এগিয়ে মণিকা চাকমার
দল।
প্রথমার্ধে আধিপত্য বজায় রেখেই
খেলেছে বাংলাদেশের মেয়েরা। বেশিরভাগ
সময়
বল ছিল বাংলাদেশের দখলে। ৫
মিনিটে দলকে এগিয়ে দেয় বিপাশা মালি। ৮
মিনিটেই জোরালো এক শটে ব্যবধান দ্বিগুণ
করে আগের ম্যাচের নায়ক সানজিদা আক্তার।
২৩ মিনিটে আবারও সেই সানজিদা। দুর্দান্ত
পারফরম্যান্স দেখানো এ ফরোয়ার্ডের
আলতো টোকায় ৩-০ হয় স্কোরলাইন। ৪৩
মিনিটে ৪-০
করে ফেলে কৃষ্ণা রানী সরকার। ৬৮
মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম
গোলটি করেন বিপাশা।
No comments:
Post a Comment